'সোশ্যাল মিডিয়ায় অসত্য পোস্টের জন্য ক্ষমা চাইতে হবে,' অভিষেককে হুঁশিয়ারি চিকিৎসকদের সংগঠনের

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর জি কর মেডিক্যাল কলেজ সম্পর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিনা চিকিৎসায় এক তরুণের মৃত্যুর অভিযোগ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর জন্য তাঁকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। এই সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আপনি ৬ সেপ্টেম্বর রাত ১০টা বেজে ২৭ মিনিটে এক্স হ্যান্ডলে যে বিবৃতি পোস্ট করেছেন, অসত্য এবং বিদ্বেষমূলক। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। আপনি পোস্ট করেন, ’আজ পথ দুর্ঘটনায় কোন্নগরের এক তরুণ প্রাণ হারিয়েছে। চিকিৎসা না পেয়ে ৩ ঘণ্টা ধরে রক্তপাত হয়েছে। আর জি করের ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা যে আন্দোলন চালাচ্ছেন, তারই ফল এই ঘটনা।' এই বক্তব্য মিথ্যা এবং দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা।'

ঠিক কী হয়েছিল?

Latest Videos

চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওই তরুণ মর্মান্তিক পথ দুর্ঘটনার ফলে পলিট্রমার শিকার হয়। ওকে শ্রীরামপুর থেকে বড় কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেদিনই সকাল ৯টা বেজে ১০ মিনিটে আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুপুর সাড়ে বারোটায় ওর মৃত্যু হয়। তার আগে পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া হয়েছে। ডেথ সার্টিফিকেটে সে কথা উল্লেখ করা হয়েছে। বেড হেড টিকিট, এমএসভিপি, আরজিকেএমসিএইচ-এর বক্তব্য দাবি সমর্থন করছে এবং আপনার পোস্ট খারিজ করে দিচ্ছে।’

 

 

ক্ষমা চাইবেন অভিষেক?

অভিষেকের উদ্দেশ্যে চিকিৎসকদের সংগঠন বলেছে, ‘আমাদের দাবি, আপনাকে প্রকাশ্যে চিকিৎসার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে হবে এবং আপনার মিথ্যা বক্তব্য ফিরিয়ে নিতে হবে। আপনার মতো রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। বক্তব্যের মাধ্যমে যাতে উত্তেজনা বা অস্থিরতা না বাড়ে সেটা নিশ্চিত করতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আরজিকর ঘটনার প্রতিবাদে ডাক্তারদের ধর্মঘট ২৩ জনের প্রাণ কড়েছে- হাইকোর্টে জানিয়েছে মমতা সরকার

চিকিৎসকদের আন্দোলন দমনের চেষ্টা? স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা ঘিরে বিতর্ক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia