সিবিআই-এরও তাহলে ভুল হয়! আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে ভুল লোককে হেনস্থা তদন্তকারীদের

Published : Aug 25, 2024, 05:13 PM IST
CBI took mysterious red diary to RG Kar Hospital victims house in Sodpur bsm

সংক্ষিপ্ত

আরজি কর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে ভুল লোকের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তদন্তকারীরা।

সিবিআই-এরও ভুল হয়! রবিবার সকালে আরজি কর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে বড় ভুল করে ফেলল সিবিআই। পরে অবশ্য তদন্তকারীরা ক্ষমাও চেয়ে নেয়। কিন্তু ততক্ষণে খানাতল্লাশির প্রায় একঘণ্টা পার হয়ে গেছে। সাত সকালেই সিবিআই হানা দিয়েছিল ভুল লোকের বাড়িতে। যা যা নাস্তানাবুদ হতে হয় তা আর বলার অপেক্ষা রাখে না।

রবিবার সাঁকরাইলেয়র হাটগাছার বাসিন্দা মদন ঘোড়ুইয়ের ঘুম ভাঙে সিবিআই-এর ডাকে। আরজি কর দুর্নীতির তদন্তে সিবিআই খুঁজছিল সন্দীপের ঘনিষ্ট বিপ্লব সিংহকে। তাঁর সংস্থা মা তার ট্রেডার্স। কিন্তু ভুল করে সিবিআই চলে গিয়েছিল মা তারা বিল্ডার্সের মালিক মদনের কাছে। প্রায় একঘণ্টা কাজগপত্র দেখেই ভুল ভাঙে। অকারণে বিরক্ত করার জন্য শেষমেষ ক্ষমা চাইতে বাধ্য হন সিবিআই আধিকারিকরা। যারা ঠিকমতো বাড়ির ঠিকানা খুঁজে পায়না সেই তদন্ত এজেন্সির তদন্ত নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বাসিন্দারা।

ব্যবসার কাগজপত্র পরীক্ষা করে সিবিআই আধিকারিকরা বুঝতে পারেন তিনি ওষুধ বা চিকিৎসার যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত নন মদন। এমনকি হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে চেনেন না । সিবিআই আধিকারিকরা তাদের ভুল বুঝতে পারেন। তারা মা তারা ট্রেডার্সের বদলে মা তারা বিল্ডার্সে ঢুকে পড়েছেন। এরপর সিবিআই আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে যান। তাঁদের পরবর্তী গন্তব্য মা তারা ট্রেডার্স। এদিন মদনবাবু বলেন সিবিআই আধিকারিকরা তার কাছে এসে ব্যবসার কাগজপত্র দেখতে চান। তিনি তাদের সব কিছু দেখান। বুঝতে পারেন তাদের ভুল হয়েছে। তারা ক্ষমা চান। তিনিও চান আরজিকর কান্ডের প্রকৃত সত্য বেরিয়ে আসুক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

ভোটার তালিকা সংশোধনের সময়সূচি বদল, খসড়া তালিকা প্রকাশ নিয়েও বড় আপডেট কমিশনের
মমতার পথশ্রী প্রকল্পকে ঢপের চপ আখ্যা শুভেন্দুর, দেখুন কেন এমন বলছেন?