"ও খুন করেছে, ওর লোক খুন করেছে" সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এই কর্মীর! বিস্ফোরক তথ্য ফাঁস?

"ও খুন করেছে, ওর লোক খুন করেছে" সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এই কর্মীর! বিস্ফোরক তথ্য ফাঁস?

"আরজিকরে খুন হওয়া তরুণীর মৃতদেহ সংরক্ষণ করা থাকলে সন্দীপ ঘোষ ফেঁসে যেত তাই তড়িঘড়ি দাহ করা হয়েছে দেহ" সংবাদ মাধ্যমে এমনই ভয়াবহ অভিযোগ তুললেন শবাগারের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায়।

এদিন তারক বাবু জানান, " দেহ সংরক্ষণ করা হলে কুখ্যাত অধ্যক্ষ তো ফেঁসে যেত। তাই তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে প্রমাণগুলো থেকে যেত। পুলিশ চাইলে মৃতদেহ হাসপাতালেই সংরক্ষণ করতে পারতেন। হাসপাতালে ৪২টি মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সেখানে সম্পূর্ণ সুরক্ষিতভাবে দেহ রাখা যেত। কিন্তু রাখলে সন্দীপ ঘোষ ফেঁসে যেত। ও সব জানে। ও খুন করেছে। ওর লোক খুন করেছে।"

Latest Videos

এ ছাড়াও শবাগারের প্রাক্তন সহকর্মী প্রশ্ন করেন" কেন সকাল বেলা চলে এসেছিলেন DME? শুধু উনিই নয়, আরও অনেকে ছিলেন। এমনকী ফরেন্সিক মেডিসিনের লোকও সেখানে উপস্থিত ছিল। অবশ্যই তথ্য প্রমাণ লোপাচের চেষ্টা করা হয়েছে। কেন ভাঙার কাজ শুরু হল?ওই বেসিনেই খুনের পরে হাত ধোয়া হয়েছিল। হাতের ছাপ ছিল ওতে। কিছুতেই এটা একার কাজ নয়।"

আরজিকর কাণ্ডের পরে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর পলিগ্রাফি টেস্টও নেওয়া হয়েছে। এর মাঝেই আরও ভয়ঙ্কর কিছু অভিযোগ উঠছে আরজিকরের এই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে।

                           আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari