"ও খুন করেছে, ওর লোক খুন করেছে" সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এই কর্মীর! বিস্ফোরক তথ্য ফাঁস?

Published : Aug 25, 2024, 05:07 PM IST
 Sandip ghosh

সংক্ষিপ্ত

"ও খুন করেছে, ওর লোক খুন করেছে" সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এই কর্মীর! বিস্ফোরক তথ্য ফাঁস?

"আরজিকরে খুন হওয়া তরুণীর মৃতদেহ সংরক্ষণ করা থাকলে সন্দীপ ঘোষ ফেঁসে যেত তাই তড়িঘড়ি দাহ করা হয়েছে দেহ" সংবাদ মাধ্যমে এমনই ভয়াবহ অভিযোগ তুললেন শবাগারের প্রাক্তন কর্মী তারক চট্টোপাধ্যায়।

এদিন তারক বাবু জানান, " দেহ সংরক্ষণ করা হলে কুখ্যাত অধ্যক্ষ তো ফেঁসে যেত। তাই তাড়াতাড়ি পুড়িয়ে না দিলে প্রমাণগুলো থেকে যেত। পুলিশ চাইলে মৃতদেহ হাসপাতালেই সংরক্ষণ করতে পারতেন। হাসপাতালে ৪২টি মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সেখানে সম্পূর্ণ সুরক্ষিতভাবে দেহ রাখা যেত। কিন্তু রাখলে সন্দীপ ঘোষ ফেঁসে যেত। ও সব জানে। ও খুন করেছে। ওর লোক খুন করেছে।"

এ ছাড়াও শবাগারের প্রাক্তন সহকর্মী প্রশ্ন করেন" কেন সকাল বেলা চলে এসেছিলেন DME? শুধু উনিই নয়, আরও অনেকে ছিলেন। এমনকী ফরেন্সিক মেডিসিনের লোকও সেখানে উপস্থিত ছিল। অবশ্যই তথ্য প্রমাণ লোপাচের চেষ্টা করা হয়েছে। কেন ভাঙার কাজ শুরু হল?ওই বেসিনেই খুনের পরে হাত ধোয়া হয়েছিল। হাতের ছাপ ছিল ওতে। কিছুতেই এটা একার কাজ নয়।"

আরজিকর কাণ্ডের পরে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর পলিগ্রাফি টেস্টও নেওয়া হয়েছে। এর মাঝেই আরও ভয়ঙ্কর কিছু অভিযোগ উঠছে আরজিকরের এই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে।

                           আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Makar Sankranti 2026: মকর স্নান ঘিরে জয়দেব কেঁদুলিতে উৎসবের আবহ! অজয় নদীর তীরে উপচে পড়া ভিড়
সাগরের জলে বাড়ছে নির্বাচনী উত্তাপ, গঙ্গাসাগরে স্নানে এসে শাসক শিবিরকে আক্রমণ সুকান্ত মজুমদারের