আরজিকরকাণ্ডে এখনও গণধর্ষণের প্রমাণ পায়নি সিবিআই! তবে কি লুকিয়ে রয়েছে আরও ভয়ঙ্কর রহস্য?

Published : Sep 18, 2024, 04:44 PM IST

আরজিকরকাণ্ডে এখনও গণধর্ষণের প্রমাণ পায়নি সিবিআই! তবে কি লুকিয়ে রয়েছে আরও ভয়ঙ্কর রহস্য?

PREV
18
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে এখনও পর্যন্ত গনধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে সিবিআই সূত্র মারফত।

28
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

কিন্তু এখনও গণধর্ষণের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না সিবিআই এই নিয়ে আরও জোর তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

38
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, ৯ অগাস্ট মৃতদেহ উদ্ধারের পর সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল সন্দীপ ও অভিজিতের মোবাইলে। এবার সেই কল লিস্ট থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকেও চিহ্নিত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

48
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

উদ্ধার করা হয়েছে টালা থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজও। আরজিকরে ঠিক কী ঘটেছিল তা নিয়ে জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই।

58
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

এখনও পর্যন্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জেরা করে কোনও সঠিক উত্তর পাওয়া যানি বলেই দাবি সিবিআইয়ের। তাই কেন্দ্রীয় গোয়েন্দাদের মনে আরও অনেক বেশি রহস্যের দানা বেঁধেছে।

68
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

অন্যদিকে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা নিয়ে খোঁজখবর চালাচ্ছে সিবিআই।

78
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

খতিয়ে দেখা হচ্ছে সেমিনার রুমের আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ। এর মধ্যেই শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা করেছে সিবিআই যা দেখে বিচলিত হয়েছেন বলে জানিয়েছেন বিচারপতিরা।

88
আরজিকরের তরুণীর সঙ্গে কী গণধর্ষণ হয়েছিল?

তবে গণধর্ষণ কি না তা নিয়ে কোনও স্পষ্ট প্রমাণ এখনও হাতে আসেনি। ঠিক কতজন জড়িত রয়েছে এই খুন ও ধর্ষণ মামলায় তা খুঁজতে সবরকম ভাবে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

click me!

Recommended Stories