পরীক্ষার প্রশ্নের লিঙ্ক থেকে সাবধান! এক ক্লিকেই গায়েব হয়ে যেতে পারে লক্ষ লক্ষ টাকা

Published : Sep 09, 2023, 02:11 PM IST
cbse link fraud

সংক্ষিপ্ত

লিঙ্কে ক্লিক করলেই মোবাইল ফোনের কার্যক্ষমতা হাতিয়ে নেওয়ার মতো কোনও অ্যাপ সক্রিয় হয়ে যাচ্ছে। এই অ্যাপ যেকোনও মোবাইলে ঢুকে গেলেই প্রতারকরা ফোন হাতে না নিয়েই সরাসরি গ্রাহকের মোবাইলটি পরিচালনা করার সুযোগ পেয়ে যাচ্ছে।

CBSE-র স্যাম্পেল প্রশ্ন অনলাইনে বের করতে গিয়েই বিশাল বড় প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। Central Board of Secondary Education-এর নাম ভাঁড়িয়ে প্রতারণার জাল পেতেছে জালিয়াতরা। সোশ্যাল মিডিয়ায় পাতা হচ্ছে টোপ। স্যাম্পেল প্রশ্নপত্র দেখানোর জন্য দেওয়া হচ্ছে বিশেষ লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই ঘটে যাচ্ছে বিপদ।

পুলিশ সূত্রে জানা গেছে যে, ইদানিং কালে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মোবাইল ফোনে CBSE বোর্ডের নাম করে বিশেষ বার্তা পাঠানো হচ্ছে। সেই বার্তায় জানানো হচ্ছে যে,  পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। নীচেই দেওয়া হচ্ছে ডাউনলোড লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই মোবাইল ফোনে এনি ডেস্ক বা ডিভাইসের কার্যক্ষমতা হাতিয়ে নেওয়ার মতো কোনও অ্যাপ সক্রিয় হয়ে যাচ্ছে। এই অ্যাপ যেকোনও মোবাইলে ঢুকে গেলেই প্রতারকরা ফোন হাতে না নিয়েই সরাসরি গ্রাহকের মোবাইলটি পরিচালনা করার সুযোগ পেয়ে যাচ্ছে। এভাবে তারা ব্যাঙ্কের সব নথি পেয়ে যাচ্ছে, এবং তারপর বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। 


 রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা প্রশ্নপত্র বা যেকোনও তথ্যাদি দেখার জন্য শুধুমাত্র CBSE-র অফিসিয়াল ওয়েবসাইট (https://www.cbse.gov.in/cbsenew/cbse.html) দেখারই পরামর্শ দিচ্ছেন। যে কোনও বোর্ড কিংবা সংস্থার মেসেজ এলে, কোনও লিঙ্কে ক্লিক না করে কেবল ওই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যেকোনও জিজ্ঞাস্য সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তদন্তকারীরা। তার পাশাপাশি, CBSE-র প্রশ্নপত্রের টোপ দিয়ে আর্থিক প্রতারণা করার দুর্নীতিতে কারা যুক্ত রয়েছে এবং কোথা থেকে এই মেসেজগুলো পাঠানো হচ্ছে, সেই সম্পর্কেও তদন্ত শুরু করা হয়েছে।

তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন যে, আগেও একাধিকবার এভাবেই বিভিন্ন প্রতারণার জাল বিছিয়েছিল অপরাধীরা। বিদ্যুতের বিল, ইন্টারনেট, মোবাইলের ব্যালান্স, ব্যাঙ্কের KYC, ইত্যাদি ধরনের যেকোনও তথ্য বা ভয় দেখিয়ে গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠায় প্রতারকরা। সেই মেসেজে বিশেষ লিঙ্ক দেওয়া থাকে, যে লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ হয়ে যাচ্ছে গ্রাহকদের। এবার CBSE বোর্ডের নাম ব্যবহার করে ছাত্রছাত্রীদের ফাঁদে ফেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার জাল বিছিয়েছে প্রতারকরা। 

আরও পড়ুন- 
Jeetu Kamal: টলিউডে আশঙ্কার মেঘ! অভিনেতা জিতু কামালের মানসিক স্বাস্থ্যে প্রবল চাপের উদ্বেগ
বিয়ের পর এবার সপরিবারে তারাপীঠে গেলেন অভিনেত্রী মিষ্টি সিং, রেমো দাসের সঙ্গে পোস্ট করলেন ছবি

নারীরা সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেরাতে পারবেন সমুদ্রের পাড়ে, ফিনল্যান্ডের এই দ্বীপে পুরুষ-প্রবেশ নিষিদ্ধ

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর