বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে, কলকাতা-সহ বিভিন্ন জেলায় জেনে নিন কেমন থাকবে আবহাওয়া?

Published : Sep 30, 2024, 06:53 AM IST
Kolkata Weather

সংক্ষিপ্ত

সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ঠিক পুজোর মুখে ফের বৃষ্টি বাড়তে পারে তিলোত্তমায়। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

Weather News: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে কখনই বাংলা থেকে বিদায় নেবে না বর্ষা। তবে কবে বর্ষা বিদায় নেবে- তারও উত্তর দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতায় দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ঠিক পুজোর মুখে ফের বৃষ্টি বাড়তে পারে তিলোত্তমায়। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গে পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

দেশে বর্ষা বিদায়ের ঘণ্টা বেজে গেছে। তবে পশ্চিমবঙ্গে বর্ষা বিদায় কবে? তারই আপডেট গিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে কখনই বাংলা থেকে বিদায় নেবে না বর্ষা। তবে কবে বর্ষা বিদায় নেবে- তারও উত্তর দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে বর্ষার প্রভাব থাকবে। তারপরই বিদায় নিতে পারে বর্ষা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত বৃষ্টির কোনও সতর্কতা নেই। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। মাঝে মাঝে চ়ড়া রোদ উঠবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে ফের বৃষ্টি বাড়লে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গে একটানা ভারি থেকে অতিভারি বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। আগামী কয়েক দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কলকাতায় দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সামনের সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ঠিক পুজোর মুখে ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতায়।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর