চন্দননগরে কেলেঙ্কারি! দিনের পর দিন সবার কাছে ফেক পরিচয়, ধরা পড়ল ভুয়ো উকিল

ফের একবার রাজ্যে ভুয়ো পদ নিয়ে কেলেঙ্কারি। চন্দননগর (Chandannagar) আদালত থেকে গ্রেফতার করা হল এক ভুয়ো উকিলকে (Lawyer)।

ফের একবার রাজ্যে ভুয়ো পদ নিয়ে কেলেঙ্কারি। চন্দননগর (Chandannagar) আদালত থেকে গ্রেফতার করা হল এক ভুয়ো উকিলকে (Lawyer)।

প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে ভুয়ো ডাক্তার গ্রেফতার হয়েছে। এমনকি, নীলবাতি গাড়িতে ঘুরে বেড়ানো ভুয়ো কেন্দ্রীয় সরকারি অফিসারও গ্রেফতার হয়েছে। কিন্তু তাই বলে ভুয়ো আইনজীবী? হ্যাঁ, এবার ভুয়ো উকিল ধরা পড়ল সেই রাজ্যের বুকেই।

Latest Videos

চন্দননগর আদালত থেকে এবার ধরা পড়ল ভুয়ো উকিল। জানা যাচ্ছে, সেই ব্যক্তির বাড়ি চন্দননগরের উদ্দিবাজার এলাকায়। তাঁর নাম হল শেখ সাহিল। বাস্তবে তিনি কোনও উকিলই নন। সবটাই সাজানো। কিন্তু সোশ্যাল মিডিয়াতে (Social Media) তিনি নিজেকে উকিল হিসেবেই পরিচয় দিতেন এতদিন।

এরপরই বিষয়টি চন্দননগর আদালতের বার অ্যাসোসিয়েশনের নজরে আসে। তারপর সেই বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে চন্দননগর থানায় (Chandannagar Police Station) একটি লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শেখ সাহিলকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার (Arrest) করে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আদতে আইন পরীক্ষায় পাশই করেননি। পুরোটাই ফেক। ভুয়ো উকিল বলে এতদিন নিজেকে দাবি করে আসতেন। এমনকি, সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত নিজেকে উকিল বলে পরিচয় দিতেন। তারপরই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

এরপর বিষয়টি চন্দননগর আদালতের বার অ্যাসোসিয়েশনের নজরে আসতেই তারা সোজা চন্দননগর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন।

জানা যাচ্ছে, সেই ব্যক্তি যথাযথ কাগজপত্র (Official Papers) পর্যন্ত দেখাতে পারেননি। তিনি যে আদৌ উকিল, তাঁর প্রমাণপত্রও ছিল না শেখ সাহিলের কাছে। তারপরই তাঁকে গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। বুধবার, সকালে সেই অভিযুক্তকে চন্দননগর আদালতে (Court) পেশ করা হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today