'পরপর দুইবার শ্লীলতাহানি করেছে ... আপনার লজ্জা লাগে না!', রাজভবন ইস্যুতে রাজ্যপাল ও মোদীকে নিশানা মমতার

মমতা এদিন বলেন, 'আপনি সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে মমতা মমতার।

 

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে এবার সিভি আনন্দ বোসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোট প্রচারে পূর্ব বর্ধমানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে ওটা শ্লীলতাহানির অভিযোগে সরব হন। পাশাপাশি বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদীকেও নিশানা করেন।

বৃহস্পতিবারই রাজ্যে ভোট প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। রাজ্যে তিনটি জনসভা করার কথা তাঁর। একাধিক নির্বাচনী জনসভায় মোদী সন্দেশখালি ইস্যুতে মন্তব্য করেন। তারই পাল্টা হিসেবে মমতা রাজভবন ইস্যু তুলে ধরেন। মমতা এদিন বলেন, 'আপনি সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, সন্দেশখালিনিয়ে বলার আগে আপনি বলুন রাজ্যপাল কেন তাঁর কাজের মেয়েকে, কেন তাঁর ঘরে কাজ করে বলে একবার নয় পরপর দুইবার মনেস্টেশন করেছেন?' মমতা আরও বলেন, 'আপনি সন্দেশখালি নিয়ে অনেক কথা বলেছেন, সন্দেশখালিতে মন কোনও ঘটনা ঘটতে দিইনি। ওদের জমিজমা নিয়ে কিছু মস্যা ছিল আমরাই অফিসার পাঠিয়ে তার সমস্যার সমাধান করে গিয়েছে। কিন্তু আপনি কি করছেন?'

Latest Videos

বৃহস্পতিবার সন্ধ্যের দিকে এক

মহিলা হেয়ারস্ট্রিট থানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লিলতাহানির অভিযোগ তোলেন। তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী হিসেবে দাবি করেছেন। তবে পাল্টা রাজ্যপাল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি রাজ্যের শাসকদলের নাম না করেও তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছেন। বলেছেন ভোটে জিততে চাওয়ার কারণেই শাসকদল কৌশল করছেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন সত্যের জয় হবেই।

কুণাল দলের ঠিক কতটা ক্ষতি করেছেন?, স্পষ্ট করে জানালেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়

এদিন রাজভবনের প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'একটি ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি রত। তার সঙ্গে কী ব্যবহার করেছেন মামনীয় রাজ্যপালমহাশয়?... কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ করেছে। রাজ্যপাল মেদিনীপুরের একটি মেয়েকে রাজভবনে এনে একবার নয়, পরপর দুইবার মলেস্টেশব করেছেন। সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথাও তো মুখ দিয়ে বললেন । ' মমতা আরও বলেন, মোদীর লোকজনও একসঙ্গে রাজভবনে ছিল । মেয়েটি রাজভবনে কান্নাকাটির করার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন। তিনি আরও বলেছেন, নির্যাতিতা মেয়েটি আর রাজভবনে কাজ করবেন না বলেও জানিয়েছেন। মমতা আরও বলেন, 'রাজভবনে কাজ করতে ভয় পাচ্ছে! ভাবছে যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে। অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বললেন আপনার লজ্জা নেই!'

আমেঠি ছেড়ে রায়বরেলিতে রাহুলের মনোনয়ন দাখিল, 'পালিয়ে যেও না'- কটাক্ষ মোদীর

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla