Holiday list: ২০২৫ সালের লম্বা ছুটির তালিকা দেখুন, রইল পুজোর ছুটিও

২০২৪ সালকে বিদায় জানিয়ে গোটা বিশ্ব স্বাগত জানাচ্ছে ২০২৫ সালকে। দেশে বিদেশে সর্বত্রই উৎসবের মেজাজ। এই পরিস্থিতিতেই দেখে নিন রাজ্যে ২০২৫ সালের ছুটির তালিকা।

 

Saborni Mitra | Published : Dec 31, 2024 8:06 PM / Updated: Dec 31 2024, 08:54 PM IST
113
২০২৫

২০২৫ কে স্বাগত। নতুন বছর মানেই সবকিছু নতুন। এই অবস্থায় দেখুন রাজ্যে সরকারি কর্মী ও স্কুল ও কলেজ পড়ুয়াদের নতুন বছরের ছুটির তালিকা।

213
ছুটির সংখ্যা

ক্যালেন্ডার অনুযায়ী রাজ্যে সরকারি কর্মী ও পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে ৫০-টিরও বেশি ছুটি। এনআইঅ্যাক্ট ও রাজ্যের সরকারের ছুটির তালিকা রইল।

313
জানুয়ারিতে ছুটি

নববর্ষ, নেতজি জয়ন্তি, সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকছে।

413
ফেব্রুয়ারির ছুটি

সরস্বতীপুজো ছুটির সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্ম বার্ষিকী। ১৪ ফেব্রুয়ারি ছুটি। থাকছে ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রিতেও ছুটি।

513
মার্চে ছুটি

১৪ মার্চ দোলযাত্রা, হরিচাঁদ ঠাকুরির জন্মবার্ষিকী ২৭ মার্চ, ইদ-উল-ফিতরের ছুটি ৩১ মার্চ।

613
এপ্রিল মাসে ছুটি

এপ্রিল মাসে ইদ-উল - ফিতরের ছুটি ১ তারিখ, রামনবমী ৬ এপ্রিল, মহাবীরজয়ন্তী ১০ এপ্রিল। আর বিআর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল। বাংলার নববর্ষ ১৫ এপ্রিল। গুডফ্রাইডে ১৮ এপ্রিল।

713
মে মাসে ছুটি

মে দিবস বৃহস্পতিবার। রবীন্দ্রজয়েন্তী ৯ মে, বুদ্ধপূর্ণিমা ১২ মে।

813
জুন ও জুলাই

ইদুদ্দোজোহার ছুটি ৬ জুন, রথযাত্রা ২৭ জুন। জুলাই মাসে ৬ তারিখে শুধুমাত্র মহালয়ার ছুটি রয়েছে।

913
অগস্ট মাসে ছুটি

দুটি ছুটি রাখিবন্ধন ৯ তারিখ আর জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ অগস্ট ছুটি থাকবে।

1013
সেপ্টেম্বর

৫ সেপ্টেম্বর

ফাতেহা দোয়াজ দাহাম ৫ সেপ্টেম্বর।

1113
পুজোর ছুটি

২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টেবর দুর্গাপুজোর ছুটি। ৬ অক্টোবর লক্ষ্মীপুজো। ভাইফোঁটার ছুটি ২৩ অক্টোবর। ছট পুজোর ছুটি ২৭ অক্টোবর আর ২৮ অক্টোবর।

1213
নভেম্বর

নানকজয়ন্তী ৫ নভেম্বর আর বিরসাা নুণ্ডার জন্মদিন ১৫ নভেম্বর।

1313
ডিসেম্বর

২৫ ডিসেম্বর শুধুমাত্র ক্রিসমাসের ছুটি রয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos