২০২৪ সালকে বিদায় জানিয়ে গোটা বিশ্ব স্বাগত জানাচ্ছে ২০২৫ সালকে। দেশে বিদেশে সর্বত্রই উৎসবের মেজাজ। এই পরিস্থিতিতেই দেখে নিন রাজ্যে ২০২৫ সালের ছুটির তালিকা।
Saborni Mitra | Published : Dec 31, 2024 8:06 PM / Updated: Dec 31 2024, 08:54 PM IST
২০২৫
২০২৫ কে স্বাগত। নতুন বছর মানেই সবকিছু নতুন। এই অবস্থায় দেখুন রাজ্যে সরকারি কর্মী ও স্কুল ও কলেজ পড়ুয়াদের নতুন বছরের ছুটির তালিকা।
ছুটির সংখ্যা
ক্যালেন্ডার অনুযায়ী রাজ্যে সরকারি কর্মী ও পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে ৫০-টিরও বেশি ছুটি। এনআইঅ্যাক্ট ও রাজ্যের সরকারের ছুটির তালিকা রইল।
সরস্বতীপুজো ছুটির সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্ম বার্ষিকী। ১৪ ফেব্রুয়ারি ছুটি। থাকছে ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রিতেও ছুটি।
মার্চে ছুটি
১৪ মার্চ দোলযাত্রা, হরিচাঁদ ঠাকুরির জন্মবার্ষিকী ২৭ মার্চ, ইদ-উল-ফিতরের ছুটি ৩১ মার্চ।
এপ্রিল মাসে ছুটি
এপ্রিল মাসে ইদ-উল - ফিতরের ছুটি ১ তারিখ, রামনবমী ৬ এপ্রিল, মহাবীরজয়ন্তী ১০ এপ্রিল। আর বিআর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল। বাংলার নববর্ষ ১৫ এপ্রিল। গুডফ্রাইডে ১৮ এপ্রিল।
মে মাসে ছুটি
মে দিবস বৃহস্পতিবার। রবীন্দ্রজয়েন্তী ৯ মে, বুদ্ধপূর্ণিমা ১২ মে।
জুন ও জুলাই
ইদুদ্দোজোহার ছুটি ৬ জুন, রথযাত্রা ২৭ জুন। জুলাই মাসে ৬ তারিখে শুধুমাত্র মহালয়ার ছুটি রয়েছে।
অগস্ট মাসে ছুটি
দুটি ছুটি রাখিবন্ধন ৯ তারিখ আর জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ অগস্ট ছুটি থাকবে।
সেপ্টেম্বর
৫ সেপ্টেম্বর
ফাতেহা দোয়াজ দাহাম ৫ সেপ্টেম্বর।
পুজোর ছুটি
২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টেবর দুর্গাপুজোর ছুটি। ৬ অক্টোবর লক্ষ্মীপুজো। ভাইফোঁটার ছুটি ২৩ অক্টোবর। ছট পুজোর ছুটি ২৭ অক্টোবর আর ২৮ অক্টোবর।
নভেম্বর
নানকজয়ন্তী ৫ নভেম্বর আর বিরসাা নুণ্ডার জন্মদিন ১৫ নভেম্বর।