ফালাকাটার পর কুমারগ্রাম, ফের আলিপুরদুয়ারে বিকৃত লালসার শিকার নাবালিকা

Published : Nov 02, 2024, 08:20 PM ISTUpdated : Nov 02, 2024, 08:35 PM IST
child abuse

সংক্ষিপ্ত

রাজ্যজুড়ে যখন কালীপুজো, দীপাবলির উৎসব চলছে, তখন আলিপুরদুয়ার জেলায় একের পর এক শিশুর উপর বীভৎস যৌন নির্যাতনের ঘটনা ঘটে চলেছে।

আলিপুরদুয়ার জেলা কি শিশুদের জন্য একেবারেই নিরাপদ নয়? ফালাকাটায় এক শিশুর উপর নৃশংস যৌন নির্যাতন চালিয়ে খুনের অভিযোগ ওঠার পর ২৪ ঘণ্টা কাটার আগেই এবার কুমাগ্রামে এক নাবালিকার উপর বীভৎস অত্যাচারের অভিযোগ উঠল। নদীতে স্নান করার সময় প্রতিবেশী যুবক এই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে যৌন অত্যাচার চালায় বলে অভিযোগ উঠেছে। এই নাবালিকার বয়স মাত্র ৯ বছর। যৌন নির্যাতনের ফলে সে অসুস্থ হয়ে পড়েছে। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার উপর যে অত্যাচার চালিয়েছে, তার নাম জানিয়েছে এই নাবালিকা। তার বয়ানের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জেরা করা হচ্ছে।

কী কারণে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা?

নৃশংস অত্যচারের শিকার হওয়া নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাছেই কালীপুজোর প্রসাদ খেতে গিয়েছিল সে। এরপর বন্ধুদের সঙ্গে খেলার পর নদীতে স্নান করতে যায় এই নাবালিকা। সেই সময় তার পিছু নেয় অভিযুক্ত যুবক। সে নদী থেকে এই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে জঙ্গলে চলে যায়। সেখানেই অত্যাচার চালানো হয়। এরপর অভিযুক্ত যুবকের সঙ্গেই বাড়ি ফেরে নাবালিকা। সে প্রথমে কাউকে এই ঘটনার কথা জানায়নি। কিন্তু গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে থাকায় ভয় পেয়ে গিয়ে মাকে এই ঘটনার কথা জানায় সে। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। 

তদন্ত শুরু পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়ে সব কথা জানানোর পরেই প্রতিবেশীদের সঙ্গে নিয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হন নাবালিকার বাবা। তাঁরা অভিযুক্ত যুবককে চেপে ধরেন। কিন্তু সে সব কথা অস্বীকার করে। এরপর নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Viral Video: নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানির জের! প্রকাশ্যে বিহারের শিক্ষকের ঘৃণ্য কীর্তি

Crime News: হরিদেবপুরে ৫ নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার ১, বাকিরা ফেরার

স্কুল থেকে বাড়ি ফিরছিল নাবালিকা, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মায়ের সামনেই পরের পর দা-এর কোপ মারল নাবালক

PREV
click me!

Recommended Stories

হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে