নৃশংস! বিবাহ বহির্ভুত সম্পর্ক সন্দেহে বিবস্ত্র করে মারধর, গোপনাঙ্গে ছিটিয়ে দেওয়া হল লঙ্কার গুঁড়ো

Published : Jun 07, 2024, 10:04 AM IST
Woman allegedly murdered for extra marital affairs in Krishnagar BTG

সংক্ষিপ্ত

নৃশংস! বিবাহ বহির্ভুত সম্পর্ক সন্দেহে বিবস্ত্র করে মারধর, গোপনাঙ্গে ছিটিয়ে দেওয়া হল লঙ্কার গুঁড়ো

কী মর্মান্তিক! বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহ করে অসহ্য নির্যাতন করা হল গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে। প্রথমে খুঁটিতে বাঁধা হয় গৃহবধূকে তারপর ভরা রাস্তায় সকলের সামনে বিবস্ত্র করে মারধর করা হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় অভিযুক্তরা। এরপর তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার ভিডিও নাকি সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার হারুউড পয়েন্ট উপকূল থানা এলাকায়। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ।

সপ্তাহখানেক আগে আত্মঘাতী হয় ওই যুবক। মহিলার প্ররোচনাতেই নাকি ওই যুবক আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এরপর ৩ জুন বিকেলে নির্যাতিতার বাড়িতে চড়াও হন মৃতের পরিবার।

এরপর তাকে বাড়ি থেকে বের করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বিবস্ত্র করে মারধর করা হয়। নির্যাতিতার মাথা কামিয়ে দেওয়া হয় । গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বিবস্ত্র অবস্থার ছবি তুলে ভাইরাল করে দেয় অভিযুক্তরা। প্রতিবেশীরা তাকে বাঁচাতে এলে তাদেরকেও মারধর করা হয়। তবে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছে নির্যাতিতার স্বামী, তিনি জানিয়েছেন "পারিবারিক কারণেই আত্মহত্যা করেছে ওই যুবক"।

 

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?