বাড়িতে চড়াও হয়ে ইট দিয়ে বাবা ও ছেলেকে ব্যাপক মারধর! রক্তাক্ত ঘটনায় আতঙ্কিত বীরভুম

Published : Jun 07, 2024, 09:13 AM ISTUpdated : Jun 07, 2024, 09:14 AM IST
murder in rajatshan

সংক্ষিপ্ত

বীরভুমে মর্মান্তিক ঘটনা, বাবা ও ছেলেকে ইট দিয়ে মারার অভিযোগ!

বীরভুমে মর্মান্তিক ঘটনা। বাবা ও ছেলেকে ইট দিয়ে মারার অভিযোগ। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রমণ করা হচ্ছে বিজেপি কর্মীদের বলে অভিযোগ। এই নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্ট। প্রয়োজন হলে পাঁচ বছর ধরে মোতায়েন করে রাখা হতে পারে কেন্দ্রীয় বাহিনী বলে জানিয়েছেন বিচারপতিরা।

এবার ফের উত্তপ্ত বীরভুম । তৃণমূল কর্মীর আক্রমণে গুরতর জখম হয়েছেন বাবা ও ছেলে। সেই ঘটনার ছবি ভাইরালও হয়ে গিয়েছে নেট মাধ্য়মে।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দুবরাজপুরের বিজেপি নেতা দেবব্রত ঘোষের বাড়িতে চড়াও হন তৃণমূল কর্মীরা। দেবব্রতকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা নির্মল ঘোষ ও ভাই সুব্রত ঘোষকে তুমুল মারধর করা হয়। নির্মলবাবুর সামনের দাঁত ভেঙে দেওয়া হয়। গুরতর জখম হয়েছেন সুব্রত ঘোষও। সঙ্কটজনক অবস্থায় তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

বীরভুমে এর আগেও বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী হিংসার কারণে জেলা জেলায় মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে। অবিলম্বে রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়েছে বিরোধীরা।

PREV
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের