বর্ষ বরণের রাতে ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করে খুন, কাঠগড়ায় চার অভিযুক্ত

Published : Jan 03, 2023, 08:06 PM IST
crime

সংক্ষিপ্ত

বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ জলপাইগুড়িতে। চার অভিযুক্তের মধ্যে দুই জনের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের।

বর্ষ বরণের রাতে বাড়ি ফাঁকা পেয়ে দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা অভিযোগ উঠল জলপাইগুড়িতে। পাহাড়পুর গ্রামের বালা পাড়ায় ১৫ বছকের নাবালিকাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। এরপরই উত্তেজিত জনতা দুই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে। পুলিশ জানিয়েছে মৃত নাবালিকা ১০ শ্রেণীর ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতিত নিচ্ছিল।

বালাপাড়ার বাসিন্দা ছিলেন নির্যাতিতা কিশোরী। রাতের বেলা ব্যবসায়ী বাবা মাকে নিয়ে ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে গিয়েছিল। বাড়িতে একাই ছিল কিশোরী। কারণ সেই নির্যাতিতার দিদি প্রাইভেট টিউশন পড়তে যায়। ফাঁকা বাড়িতে একা ছিল কিশোরী। সেই সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে চার নাবালক। দরজা ভেঙে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। শারীরিক অত্যাচারের সময় নির্যাতিতা অভিযুক্তদের চিনে ফেলে। তাতেই কিশোরীকে খুন করে তারা সেখান থেকে চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারাই প্রথম গোটা ঘটনা জানায় নির্যাতিতার দিদিকে। সেই বাবা ও মায়ে খবর দেয়। পরিবারের বাকি সদস্যরা দ্রুত বাড়িতে ফিরে আসে। দেখে বাড়ির সদর দরজা খোলা অবস্থায় রয়েছে। আর মেয়ে পড়ে রয়েছে মাটিতে। স্থানীয় বাসিন্দাদের থেকেই তারা চার যুবকের কথা জানতে পারে।

মৃতার বাবা জানিয়েছেন, চার যুবক তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। আগেও দুই যুবক তার মেয়ের ক্ষতি করার জন্য বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। সেই সময় গ্রামের প্রধানকে ঢেকে বিষয়টির মিমাংসা করা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে চার যুবক তার মেয়েকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চার যুব এর আগেই একাধিকবার ওই কিশোরীকে হেনস্থা করত। বারবার নিষেধ করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা দুই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়।

আরও পড়ুনঃ

জানুয়ারিতেই রাজ্যে শাহ-নাড্ডা, ২৪-এর প্রস্তুতি ২৩-এ শুরু করছে বিজেপি

ইমরান খানকে হত্যার জন্য ৪ দিক থেকে গুলি চালান হয়েছিল, সামনে এল হাড়হিম করা তথ্য

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর-বৃষ্টি, ভাঙল দরজার কাচ

PREV
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের