গায়েব হল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কোন অ্যাকাউন্টে ঢুকছে সেই ভাতা? চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পের টাকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, এমনকি ট্যাবের টাকাও বহু মানুষ পাচ্ছেন না। পুলিশের তদন্তে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর মিলেছে।

Sayanita Chakraborty | Published : Nov 8, 2024 10:49 AM IST
110

রাজ্য সরকার প্রতি মাসে একাধিক প্রকল্পের টাকা দিয়ে থাকে। সেই টাকা ঢোকে সকলের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সদ্য এই নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।

210

বহু মানুষ পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে অন্য কোনও অ্যাকাউন্টে। প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য।

310

শুধু লক্ষ্মীক ভাণ্ডার নয়, বৃদ্ধ ভাতার টাকাও পাচ্ছেন না বহু সাধারণ মানুষ। আর এই সব টাকা গিয়েছে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলোতে।

410

পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় এরকম অ্যাকাউন্টের হদিশ মিলেছে। গোটা বিষয়টি নজরে এসেছে রাজ্য পুলিশের।

510

সদ্য ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। একাদশ- দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়ার জন্য টাকা নির্ধারণ করেছিল সরকার। সেই টাকা পাঠান হত তাদের ব্যঙ্ক অ্যাকাউন্টে।

610

পুজোর আগে ৪১২ জন পড়ুয়ার জন্য ট্যাবের টাকা দাবি করেছিল পূর্ব বর্ধমান সিএমএস হাইস্কুল থেকে। কিন্তু, ২৮ জন ছাত্র টাকা পায়নি। তারপর সাইবার থানায় অভিযোগ জমা পড়ে। চলছে তদন্ত।

710

জানা গিয়েছে, এই সকল অ্যাকাউন্টে নাকি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বৃদ্ধ ভাতার টাকা ঢুকত। এমনই তথ্য এল পুলিশের হাতে।

810

এর আগে ২০২২ সালেও ট্যাবের টাকা গায়েব হয়ে যায়। অভিযোগ ভিত্তিতে কলকাতা পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল।

910

সেবছর উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। পরে তারা জামিনে ছাড়া পায়।

1010

এবার ফের ঘটল সেই ঘটনা। ট্যাব কেনার টাকা গেল অন্য অ্যাকাউন্টে। এই ঘটনার তদন্তে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos