SIR-'ক্ষতিপুরণ' ঘোষণা মমতার, আতঙ্কে মৃত ও অসুস্থদের লক্ষ টাকার আর্থিক সাহায্য সরকারের

Published : Dec 02, 2025, 03:59 PM IST
Mamata Banerjee Reacts Strongly to Rajya Sabha Bulletin on Slogans

সংক্ষিপ্ত

SIR ইস্যুতে প্রথম থেকেই সরব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি আরও একধাপ এগিয়ে SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। 

SIR ইস্যুতে প্রথম থেকেই সরব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি আরও একধাপ এগিয়ে SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশাপাশি SIR আতঙ্কে অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তি ও মহিলাদের আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার।

SIR ভাতা ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মঙ্গলবার জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে SIR আতঙ্কে ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে অনেকেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, 'এঁদের প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পাবে।' রাজ্যে SIR আতঙ্কে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ১৩ জন। এঁদের মধ্যে কাজের চাপে অসুস্ছ হয়ে পড়া বিএলও-র সংখ্যা ৩ । এই ১৩ জনকেই ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কাজের চাপে চার জন বিএলও -র মৃত্যু হয়েছে। সেই ৪ জনের মধ্যে ইতিমধ্যেই ২ জনের পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছে সরকার।

বঙ্গে SIR

পশ্চিমবঙ্গে SIR শুরু হয়েছিল ২৮ অক্টোবর। প্রথম দিনেই আতঙ্কে আত্মহত্যা করেন প্রদীপ কর নামে উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা। তারপরই এনুমারেশন ফর্ম বিলি, পুরণ আর জমা নেওয়ার মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এদের মধ্যে অর্ধেকই আত্মহত্যা করেছেন। বাকিদের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে বা ব্রেন স্ট্রোকে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal SIR News: SIR ভয়ে দেশ ছাড়ার হিড়িক! হাকিমপুর চেকপোস্টে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের ভিড়
কাল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হুমায়ুন কবীরের, ২২ ডিসেম্বর ঘোষণা নতুন দলের