কখন শুরু হবে দিঘার জগন্নাথ দেবের রথযাত্রা? পুজো থেকে মাসির বাড়ি যাত্রার সময়সূচি ঘোষণা মমতার

Published : Jun 26, 2025, 08:08 PM ISTUpdated : Jun 26, 2025, 08:09 PM IST
Inauguration of Digha Jagannath Temple

সংক্ষিপ্ত

Digha Rath yatra: মমতা দিঘার রথযাত্রার সময়সূচি ঘোষণা করেছেন। মমতা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে রথযাত্রার বিশেষ পুজো। ভক্তরা মন্দিরে গেলেও জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। 

 

দিঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এটাই হবে প্রথম রথযাত্রার অনুষ্ঠান। আগামিকাল দিঘা রথযাত্রার অনুষ্ঠানকে কেন্দ্র করনে নতুন একটি মাত্রা পাবে। আর সেই কারণে প্রস্তুতি থেকে শুরু করে রথাযাত্রার অনুষ্ঠানের রাশ নিজের হাতে রাখার জন্য বুধবারই দিঘা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি দিঘার রথযাত্রার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠক সারেন। মন্দিরের সাত নম্বর গেট দিয়ে বেরিয়ে ৩ নম্বর গেট পর্যন্ত হেঁটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা রাস্তার সঙ্গে রথের মাপও খতিয়ে দেখেন। মমতার সঙ্গে রয়েছেন রাজ্যের পাঁচ মন্ত্রী- অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু ও স্নেহাশিস চক্রবর্তী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা দিঘার রথযাত্রার সময়সূচি ঘোষণা করেছেন। মমতা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে রথযাত্রার বিশেষ পুজো। ভক্তরা মন্দিরে গেলেও জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। কারণ মন্দিরে থাকবে পাথরের মূল মূর্তি। আর রথে থাকবে নিমকাঠের বিশেষ মূর্তি। দুপুর ২টো থেকে ২টো ৩০এর মধ্যে হবে আরতি। দুপুর আড়াইটের পরই রথের দড়িতে টান পড়বে। দিঘায় জগন্নাথ মন্দিরের রথ যাবে পুরনো জগন্নাথ মন্দিরের মাসির বাড়িতে। সেই মন্দির নির্মাণ কাজ সদ্যই শেষ হয়েছে। বিকেল ৪টের মধ্যে মাসির বাড়ি পৌঁছে যাবে রথ।

রথযাত্রা উপলক্ষ্যে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টির ওপর বিশেষ জোর দিয়েছেন। দিঘার জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত ব্যারিকেড দেোয়া হয়েছে। ব্যারিকেডের অন্য প্রান্তে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পাবেন পুণ্যার্থীরা। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি।। তাই স্পর্শ করতে পারবেন ভক্তরা। ১ কিলোমিটারেরও কম রাস্তা। মাসির বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে রথ থামবে। ভক্তরা চাইলেই দেব দর্শন করতে পারবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid : বাবরি মসজিদ তৈরির আগেই কোটি কোটি টাকা! ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান গুনছেন ৩০ জন
Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের