
Abhishek Banerjee News: উন্নয়ন বনাম বৈষম্যের লড়াই এবং রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা, প্রতিটি ইস্যুতে কেন্দ্রকে একের পর এক আক্রমণ। বাংলার উন্নয়নকে রুখতেই নানা দমননীতি চালাচ্ছে বিজেপি, নিজের সংসদীয় এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড-হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ায় সভা করছেন তিনি। এ দিনের আয়োজিত সভার নাম ‘নিঃশব্দ বিপ্লব’। প্রতিবারই এই সভা করেন থাকেন তৃণমূল সাংসদ। সেখান থেকে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। তারপরেই বিজেপি অলআউট আক্রমণে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে ৫০ আসনও পাবে না বিজেপি। নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরজি কর হাসপাতালের ঘটনা ও পহেলগাঁওয়ের সন্ত্রাস হানার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আরজি করে মিছিল করে বিনীত গোয়েলের অপসারণ দাবি করেছিল বিজেপি-সিপিএম। আজ পহেলগাঁওয়ে ২৫ জন দেশবাসী খুন হওয়ার পর আইবি ডিরেক্টর তপন ডেকারকে ইস্তফা দিতে বলছে না কেন? সীমান্তে দায়িত্ব কার?” স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ব্যর্থতা নিয়ে কটাক্ষ করে অভিষেক তুলে ধরলেন বাংলার উন্নয়নের প্রসঙ্গও। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বঙ্গ বিজেপির প্রতিশ্রুতিকে আগে বিজেপি শাসিত রাজ্যে চালু করার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবারও উঠে এল সেই চাকরি বাতিল প্রসঙ্গ। কয়েকজনের দোষে প্রায় ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, তা নিয়েও বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ-রাজনীতিতে উন্নয়নকেই হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। বঞ্চনা নিয়ে অভিযোগ তুলেছে কেন্দ্রের বিরুদ্ধে। জবাব দিতে প্রস্তুত বিজেপিও। কোন পথে এগোয় এই রাজনৈতিক সংঘাত, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।