Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হিসেবে ১২ বছর পার মমতার, 'মা-মাটি-মানুষ' পরিবারকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো

১১ তম লোকসভার শেষ ও ১২ তম লোকসভার আগের সময়কেই তিনি এই কাজের জন্য বেঁছে নিয়েছিলেন। 'হাত' ছেড়ে বেরিয়ে মমতা তৈরি করেন নিজের দল তৃণমূল কংগ্রেস।

২৫ বছর পথচলা পূর্ণ হল তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা পার করলেন ১২ বছর। যাত্রাটা শুরু হয়েছিল ১৯৯৮ সালের জানুয়ারি মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন বাংলায় CPI(M) শাসনের বিরুদ্ধে তার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হতে হবে। ১১ তম লোকসভার শেষ ও ১২ তম লোকসভার আগের সময়কেই তিনি এই কাজের জন্য বেঁছে নিয়েছিলেন। 'হাত' ছেড়ে বেরিয়ে মমতা তৈরি করেন নিজের দল তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে কয়েক মাস পরে, দলটি সাতটি আসনে জয়লাভ করে।

বাংলায় মা, মাটি, মানুষের দল হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের ইতিহাস এক নতুন মোর নেয়। দল প্রতিষ্ঠার দিন মমতা বলেছিলেন,'পশ্চিমবঙ্গে একটি নীরব বিপ্লব ঘটছে। মানুষ ইতিহাস রচনার দ্বারপ্রান্তে। নতুন রাজনৈতিক যুগ শুরু হবে।'একই দিনে, তিনি পার্টির লোগোটি স্কেচ করেছিলেন তিনি। উল্লেখ্য। বিজেপি নেতা এবং প্রাক্তন সংসদ সদস্য, দীনেশ ত্রিবেদী ছিলেন টিএমসির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের প্রথম নেতা যিনি রাজ্যসভায় প্রবেশ করেছিলেন।

Latest Videos

 

 

এই ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৫ বছর বাংলার রাজনীতিতে ৩৪ বছরের বাম শাসনের পালা বদল ঘটিয়ে শাসনভার হাতে নিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ৫ মে ২০২৩ সালে বাংলার মুখ্যমন্ত্রী পদে ১২ বছর পূর্ণ করলেন মমতা। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মূখ্যমন্ত্রীকে জানানো হয়েছে শুভেচ্ছাও। উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজেও। তিনি বলেছেন,'আজ, আমি মুখ্যমন্ত্রী হিসাবে ১২ বছর পূর্ণ করেছি। আমি মা-মাটি-মানুষ পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা।'

আরও পড়ুন -

ইডি সিবিআই বিজেপিকে ভোটে জিততে সাহায্য করবে না, নদী ভাঙন নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

মোদীর বিরুদ্ধে ওয়ান টু ওয়ান লড়াইয়ের ডাক, ২০২৪-এর নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

কার গুলিতে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু? মালদায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ মমতার

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM