মঙ্গলবার বর্ধমান সফরে মমতা বন্দ্যোপাধ্য়ায়, দুই জেলায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী

Published : Aug 23, 2025, 10:09 AM IST
CM Mamata Banerjee leads a protest against alleged harassment of Bengalis

সংক্ষিপ্ত

মঙ্গলবার বর্ধমান সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জেলার প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রয়েছে একগুচ্ছ কর্মসূচি। 

নজর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই তৃণমূল কংগ্রেস শিবিরে প্রস্তুতি তুঙ্গে। বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকে সক্রিয় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের এপর এবার তাঁর গন্তব্য় পার্শ্ববর্তী জেলা বর্ধমান। মঙ্গলবর ২৬ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় পূর্ব ও পশ্চিম বর্ধমান সফর করবেন। উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের। একই সঙ্গে দুই জেলার প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কর্মসূচিঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যেদিন বর্ধমানে পৌঁছাবেন সেই দিনই তিনি বর্ধমান মিউনিসিপ্যাল বয়েদ হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন। এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দুই জেলার প্রশাসনিক কর্তা, বিধায়ক, সাংসদদের। এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজন উপভোক্তার হাতে পাট্টা তুলে দেবেন। তিনি যে দিন বর্ধমানে যাবেন সেই দিনই কলকাতায় ফিরে আসবেন। তেমনই জানিয়েছে নবান্ন।

দুই জেলার প্রশাসনিক বৈঠক শুরু হবে দুপুর ১২টায়। এই বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জেলার জন্য ৬টি প্রকল্পের উদ্বোধন করবেন।

মুখ্যমন্ত্রীর সফরের আগেই প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবারই মাঠ পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্তারা। নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম গিয়েছিলেন জেলা সফরে। এই জেলা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্বের কারণে একাধিক সমস্যা তৈরি হয়। যা একাধিকবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হস্তক্ষেপে মিটিছে। যদিও বর্ধমানে তেমন কোনও সমস্যা নেই। কিন্তু এই দুই জেলাতেও কাজল-অনুব্রতর ছায়া রয়েছে। যা ভোটের সময় সমস্যায় ফেলতে পারে তৃণমূলকে। সেই কারণে ভোটের অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের