Mamata Banerjee visits London: পাঁচ দিনের লন্ডন সফর (visits London) সেরে আজ, শনিবারই দেশে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার সন্ধ্যে নাগাদ তাঁর দমদম বিমানবন্দরে (Dumdum Airport) ল্যান্ড করার কথা।
Mamata Banerjee visits London: পাঁচ দিনের লন্ডন সফর (visits London) সেরে আজ, শনিবারই দেশে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার সন্ধ্যে নাগাদ তাঁর দমদম বিমানবন্দরে (Dumdum Airport) ল্যান্ড করার কথা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় লন্ডন থেকে দুবাই (Dubai) পৌঁছে গিয়েছেন।
মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রের খবর লন্ডন থেকে দুবাই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভারতীয় সময় সকাল ১১টায় নাগাদ তিনি দুবাই পৌঁছে যান। শনিবার দুপুর ২টো নাগাদ তাঁর কলকাতাগামী বিমান ধরার কথায়। সব ঠিকঠাক থাকলে এদিনই সন্ধ্যে ৭টা নাগাদ কলকাতায় পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার বিলেতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও মুখ্যমন্ত্রী সফরের শুরুতেই সমস্যা তৈরি হয়। হিথরো বিমানবন্দরে আগুন লেগে যওয়ায় প্রায় ১৮ ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা। তাঁরা যাত্রাসূচিও সেই কারণে পরিবর্তন করা হয়েছিল। শুক্রবারের পরিবর্তে তিনি শনিবার কলকাতা থেকে রওনা দেন। প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সফর।
গত রবিবার ব্রিটেনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপর সোমবার থেকে বিলেতের মাটিতে ছিল তাঁর ঠাসা কর্মসূচি। বাণিজ্য সম্মেলন, অক্সফোর্ডের কেলজ কলেজে বক্তৃতা -সহ একাধিক অনুষ্ঠান ছিল। ব্রিটেন থেকে ফেরার আগে মমতা লন্ডনে বলেছিলেন, তাঁর দুটি লক্ষ্য রয়েছে। একটি কলকাতায় অক্সফোর্ডের একটি ক্যাম্পাস তৈরি করা। আর দ্বিতীয়টি হল সপ্তাহে কমপক্ষে দুইদিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজের সরসারি উড়ান পরিষেবা চালু করা। আর লন্ডন যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিয়েই বিতেল সফরে রওনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তাঁর সঙ্গে রাজ্যের আমলা ও মন্ত্রীদের যোগাযোগ থাকবে। পাশাপাশি প্রশাসনিক কাজে যাতে সমস্যা না হয় তার জন্য তিনি মন্ত্রী ও আমলাদের নিয়ে একটি টাস্কফোর্সও তৈরি করে দিয়েছিলেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।