West Bengal News: জমি বিবাদ ঘিরে ধুন্ধুমার, অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে ন্যক্কারজনক কাণ্ড প্রতিবেশির

Published : Mar 28, 2025, 08:16 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে মহিলা সহ আহত আট (West Bengal News)। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের কালদী রাজাপুর বৈদ্যপাড়ায় জমি বিভাগকে কেন্দ্র করে দুই পরিবারে মহিলা সহ আট জন গুরুতর আহত হয়।     

ক্যানিং: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে মহিলা সহ আহত আট (West Bengal News)। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের কালদী রাজাপুর বৈদ্যপাড়ায় জমি বিভাগকে কেন্দ্র করে দুই পরিবারে মহিলা সহ আট জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ, কানাই চন্দ্র বৈদ্যের পরিবারের সঙ্গে দীনেশ বৈদ্যের পরিবারে দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ চলছিল। গত কয়েকদিন আগেই সেই জমিতে একটু পুকুরে পাম্প চালাচ্ছিল দীনেশ বৈদ্য এই ঘটনায় কানাই চন্দ্র বৈদ্যর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ এসে সেই পাম্পটি তুলে নিয়ে যায় বলে এমনই দাবি করেন।

জানা গিয়েছে, তাই নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি সালিশি করা হবে বলে জানান দীনেশ বৈদ্য। কিন্তু তা অস্বীকার করেন কানাই চন্দ্র বৈদ্যর ছেলে তাপস বৈদ্য। সেই কারণেই দিনেশ বৈদ্যের পরিবারের লোকজনদের মারধর করে তাপস বৈদ্যের পরিবারের লোকজন। এমনই দাবি করেন দীনেশ বৈদ্য। অন্যদিকে তাপস বৈদ্যর অভিযোগ, পাম্প চুরি করার সন্দেহ করে দিনেশ বৈদ্যের পরিবারের লোকজন তাদেরকে বেধড়ক মারধর করে লোহার রড, লাঠি দিয়ে মারধর করে বলে এমনই অভিযোগ।

এই ঘটনায় উভয় পক্ষের মহিলা সহ আটজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তারক সর্দার নামে এক ব্যক্তি ঠেকাতে আসলে তাকেও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় উভয়পক্ষ ক্যানিং থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

অন্যদিকে, ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তির জেরে ইঁদুর মারার খাঁচা দিয়ে মাথায় মেরে খুন করার অভিযোগে এক কিশোরকে পাকড়াও করল পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার ডোমজুড় থানার দাসপাড়ায় ঝোপের ভিতর থেকে এক আট বছরের শিশুর হাত বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় তদন্ত নেমে ডোমজুড় থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই কিশোরকে পাকড়াও করে বলে জানা গিয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর