মুখ্যমন্ত্রী এদিন প্রাকৃতি বিপর্যয়ে বিপর্যস্ত মিরিকে যান। সেখানে ত্রাণ শিবিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা শোনেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পাশাপাশি দুধিয়া ব্রিজও দেখতে যান মমতা।
35
মমতার নির্দেশ
মিরিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মিরিক -দুধিয়ায় আগামী ১৫ দিনের মধ্যেই একটি অস্থায়ী সেতু তৈরি করে দিতে। যা আপাতত যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সাহায্য করবে। যদিও প্রথমে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছিল অস্থায়ী সেতু তৈরি করতে ১ মাস লাগবে। তারপরই মমতা ১৫ দিনের কথা বলেন। স্থায়ী সেতু তৈরি করতে সময় লাগবে ১ বছর। খরচ হবে ৫৪ কোটি টাকা।
আজ দুপুরে মিরিকের দুধিয়ার ত্রাণশিবিরে পৌঁছে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের আশ্বস্ত করে মমতা বলেন, যাঁদের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে সেগুলি ফের তৈরি করে দেওয়া হবে। দুর্গতরা যতদিন না নিজেদের ঘরে ফিরতে পারছেন ততদিন কমিউনিটি কিচেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
55
নথি নিয়ে নির্দেশ
বন্য়া আর প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের প্রচুর মানুষের প্রয়োজনী নথি নষ্ট হয়ে গিয়েছে। সেগুলি যাতে দ্রুত তৈরি করে দেওয়া য়ায় তারজন্য ক্যাম্পের ব্যবস্তা করতেও নির্দেশ দেন মমতা। তিনি দুর্গতদের ঘরবাড়ি তৈরি দেওয়া হবে বলেও জানিয়েছেন।