কাল কি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ঘুরে দেখবেন অমিত শাহ? শিলিগুড়িতে রয়েছে সরকারি অনুষ্ঠান

Published : Oct 07, 2025, 03:30 PM IST

Amit Shah: বুধবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তেমনই চাইছে রাজ্য বিজেপি। 

PREV
15
মমতার পর অমিত শাহ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। খতিয়ে দেখছেন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মমতা। সোমবারই তিনি উত্তরবঙ্গে পৌঁছে গেছেন। আজ মঙ্গলবার রয়েছেন মিরিকে। মমতার সফরের পরই উত্তরবঙ্গে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।

25
বুধবার উত্তরবঙ্গে অমিত শাহ

বুধবার উত্তরবঙ্গ সফর করবেন অমিত শাহ। বুধবার শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠান থেকেই তিনি উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন। তবে তাঁর সফরসূচি এখনও চূড়ান্ত করা হয়নি।

35
রাজ্য বিজেপির দাবি

আগামী বছর বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গ গতবিধানসভা নির্বাচনেও বিজেপির শক্ত ঘাঁটি ছিল। কিন্তু লোকসভা নির্বাচনে জমি কিছুটা হারিয়েছে বিজেপি। তাই রাজ্য বিজেপি চায় এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ সফর করুন। বন্যা আর ভূমিধসে সব হারানো স্থানীয় বাসিন্দারে পাশে থাকার বার্তা দিন। সেই কারণে আগামিকাল সরকারি কাজের ফাঁকে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখতে পারেন।

45
খগেন মুর্মুর সঙ্গে দেখা

বিজেপির একটি সূত্রের দাবি অমিত শাহ রাজ্য এলেই বিজেপির আক্রান্ত নেতা তথা সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন। দলের আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালেও যেতে পারেন। জলপাইগুড়ির বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু। পাথর ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

55
দার্জিলিং-এর সাংসদের দাবি

শনিবার রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সোমবার মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর আগেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত। তিনি বলেছেন, কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা উত্তরবঙ্গের বিপর্যয়ের খবর রাখছেন। প্রয়োজনীয় ব্যবস্থা করছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের তরফ থেকে অমিত শাহ যাতে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখেন তার আর্জি জানান হয়েছে। মাটিগাড়া - নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন জানিয়েছেন,

শিলিগুড়িরর ব্যাঙ্কডুবিতে সরকার অনুষ্ঠানে আসছেন অমিত শাহ। সেখান থেকেউ দুর্দতএলাকা পরিদর্শনের আর্জি রাজ্য বিজেপির পক্ষ থেকে জানান হবে।

Read more Photos on
click me!

Recommended Stories