Mamata Banerjee: 'গুঁতো খেতে খেতে এসেছি', মালদায় দাঁড়িয়ে রেলের সমালোচনায় মমতা

রাতেই নামেন মালদা টাউন স্টেশনে। তবে রেলযাত্রা যে খুব সুখকর হয়নি সে কথা শোনা গেল তাঁর মুখেই। মালদার সভামঞ্চে দাঁড়িয়ে নিজের রেলযাত্রার অভিজ্ঞতার বর্ণনা দেন মমতা।

মালদায় দাঁড়িয়ে ভারতীয় রেলকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে মমতার নিশানায় এসেছে কেন্দ্র সরকার। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিও বাদ পড়ল না। বুধবার সরাইঘাটা এক্সপ্রেসে মালদা যান মুখ্যমন্ত্রী। রাতেই নামেন মালদা টাউন স্টেশনে। তবে রেলযাত্রা যে খুব সুখকর হয়নি সে কথা শোনা গেল তাঁর মুখেই। মালদার সভামঞ্চে দাঁড়িয়ে নিজের রেলযাত্রার অভিজ্ঞতার বর্ণনা দেন মমতা। তিনি বলেন,'কালকে ট্রেনে আসছিলাম। আমি রেলমন্ত্রী ছিলাম বলে রেলের কর্মীদের সঙ্গে ভালো যোগাযোগ আছে। ধাক্কা দিচ্ছে তো দিচ্ছেই। গুঁতো খেতে খেতে এসেছি। দূরপাল্লার ট্রেনের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ ট্রেনের কী অবস্থা একবার ভেবে দেখুন।'

এখানেই শেষ নয় এদিন মমতার গলায় উঠে এল একাধিক বিষয়। মালদায় দাঁড়িয়ে আমের রকমারি রেসিপির কথাও শোনালেন তিনি। আম দিয়ে বিভিন্ন খাদ্যবস্তু তৈরি করলে ব্যবসায়ীদের লাভের কথা মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন নানা পদ্ধতির কথাও। বৃহস্পতিবার মালদায় দাঁড়িয়ে আম নিয়ে নিজের শিল্পভাবনার কথা বললেন মুখ্যমন্ত্রী। মালদায় আমের উৎপাদন এবং এই ফলকে কাজে লাগিয়ে কীভাবে লাভের পথ সুগম হয় সেবিষয় মালদহ জেলার প্রশাসনিক বৈঠকে একাধিক পরামর্শ দিয়েছেন মমতা। আমের ব্যবহারের ফলে আম দই এবং নানা ধরণের মিষ্টি তৈরির প্রণালী নিয়েও মুখ খোলেন তিনি।

Latest Videos

মালদা তো বটেই পাশাপাশি সারা দেশ জুড়ে আমকে কাজে লাগিয়ে 'ম্যাঙ্গো সুইট' গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,'আমরা যেমন শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা নিয়ে ল্যাংচা হাব করেছি, সীতাভোগ, মিহিদানা নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে, তেমন তোমরা একটা ম্যাঙ্গো সুইট কেন করছ না?' পাশাপাশি মিষ্টি তৈরির প্রণালী বলতে গিয়ে তিনি বলেন,'দইয়ের ভিতরে আম দিয়ে ম্যাঙ্গো দই বানানো হয়। ম্যাঙ্গো দই লোকে ভীষণ ভালোবাসে। আমের খোসা ছাড়িয়ে ফলের ভিতরের অংশ দিয়ে তৈরি করা যায় আম মিষ্টি। অরিজিৎ সিং-এর হাসপাতাল তৈরিতে সব রকম সাহায্যের অঙ্গিকার মমতার। রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একযোগে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে নিজের খরচে হাসপাতাল তৈরি করতে চান শিল্পী অরিজিৎ সিং। বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলার স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যে এই হাসপাতালের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'গ্রামের ছেলে একটা কিছু করতে চাইছে। একটা হাসপাতাল তৈরি করতে চায়। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি।' তিনি আরও বলেন,'অরিজিৎ নিজে জিয়াগঞ্জের বাসিন্দা। কিন্তু হাসপাতাল তৈরি করতে চায় জঙ্গিপুরে। আমি প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে।'

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik