'তাহলে দাঙ্গা কিসের?' ওয়াকফ আইন রাজ্য মানেই না বলে সোশ্যাল মিডিয়া পোস্ট মমতার

Published : Apr 12, 2025, 04:22 PM IST
CM Mamata Banerjee attends Iftaar party at Park Circus Maidan

সংক্ষিপ্ত

Mamata Banerjee: ওয়াকফ বিল ইস্যুতে বাংলায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যা বাংলায় শান্তি বজায় রাখতে রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন। 

Mamata Banerjee on Waqf Amendment Bill 2025: ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে অশান্তি চলছে। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল মালদা। একাধিক জায়গায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই অবস্থায় বাংলায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যা বাংলায় শান্তি বজায় রাখতে রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি লেখা পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, 'সবার কাছে আবেদন

সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।

মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।

আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?

আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।

কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।

আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন।'

 

 

এক আগেও প্রশাসনিক স্তরে রাজ্যের মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন করা হয়েছে। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন রাজ্যে কোনও গুন্ডামি বা হিংসা বরদাস্ত করা হবে না। প্রশাসনিক স্তরে বার্তা দেওযার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ লোকসভায় দুই কক্ষেই পাশ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেছেন। কিন্তু সংশোধিত আইনের প্রতিবাদে বাংলায় সংখ্যালঘুদের একাংশ বিক্ষোভের নামে হিংসা ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিকৃত তথ্যও ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারপরই মুখ্যমন্ত্রী এই বিষয়ে সতর্ক করেছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জনিয়েছেন। তিনি বলেছেন, '"এ হল সরকারের মদতপুষ্ট অশান্তি। এই হিংসার আগুন ছড়াতে সরকারি দল উস্কানি ও উৎসাহ দিয়েছে। এখন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে শান্তির কথা বলছে। আমরা কেন্দ্রের কাছে দাবি করছি, অবিলম্বে উপদ্রুত এলাকায় সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগ করা হোক। কারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধরোনোর কোনও সদিচ্ছা রাজ্য পুলিশের নেই।'

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর