Waqf Protest: ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত রাজ্যের এই জেলা, বাতিল করে দেওয়া হচ্ছে একের পর এক ট্রেন!

Published : Apr 12, 2025, 04:02 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Murshidabad News: ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করল জঙ্গিপুর মহকুমার সুতি। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন….

Murshidabad News: ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করল জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক সহ একাধিক এলাকা।

জানা গিয়েছে, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে নিমতিতা স্টেশনে। বিক্ষোভকারীরা সেখানেও ভাঙচুর চালিয়েছে। এমনকী ধুলিয়ান স্টেশন ও নিমতিতা স্টেশন মাঝামাঝি রেললাইনে কয়েকশো মানুষ দুপুরের পর থেকে লাইনে বসে ট্রেন অবরোধ করছে। পাশাপাশি মালদহ ডিভিশনের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই অবরোধের জেরে নিউ ফারাক্কা আজিমগঞ্জ লাইনে আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল। ফলে ওই লাইনে একাধিক দূরপাল্লার ট্রেন দীর্ঘক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছে।

আটকে আছে বারহাওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-মালদহ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার‍, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস আটকে রয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। রেলের দাবি, এই অবরোধের জেরে অন্তত ৫০০ যাত্রী আটকে রয়েছে। অন্যদিকে এই ঘটনার পরেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে বহু দূরপাল্লার ট্রেন।

ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। এছাড়াও যাত্রাপথ বদল করা হয়েছে বহু ট্রেনের। যার মধ্যে রয়েছে কলকাতা-শিলচর স্পেশাল, হাওড়া-মালদহ ইন্টারসিটি, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস এবং বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস।

আরও জানা গিয়েছে, ধুলিয়ান স্টেশন ও নিমতিতা স্টেশন মাঝামাঝি রেললাইনে অব অবরুদ্ধ থাকার ফলে সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের রুট। এছাড়াও বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার সহ বেশ কয়েকটি ট্রেন তালিকায় আছে। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রেল। জানা গিয়েছে, ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল পরিস্থিতি বিভিন্ন এলাকায়।

প্রসঙ্গত, বিক্ষোভের জেরে এক যুবক গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ। আর এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এলাকার মানুষের দাবি, পুলিশের ছোঁড়া গুলিতেও ওই যুবক আহত। যদিও পুলিশের দাবি, কোনও গুলি চালানো হয়নি। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক আধিকারিক আহত হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?