কাল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে চাকরিহারাদের বৈঠক, ষড়যন্ত্রের আশঙ্কা করে সতর্ক করলেন কুণাল ঘোষ

Published : Apr 06, 2025, 06:51 PM IST
Mamata Banerjee strongly reacts to SSC recruitment corruption case 26000 job cancellation cases bsm

সংক্ষিপ্ত

Kunal Ghosh: কুণাল ঘোষ বলেছেন, জট খোলার সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। ছোট ছোট গ্রুপ করে সেই চেষ্টার করা হচ্ছে। সিপিআই(এম) বিজেপি জট খুলতে আসবে না। 

Kunal Ghosh: সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি-র ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজর শিক্ষক শিক্ষিকা আর শিক্ষা কর্মী। চাকরি যাচ্ছে যোগ্য ও অযোগ্যদের। কিন্তু চাকরি প্রার্থীরা রীতিমত হতাশ। এই অবস্থায় সোমবার অর্থাৎ ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সুপ্রিম কোর্টের রায়ের দিনই মমতা জানিয়েছিলেন তিনি নির্দিষ্ট দিনে চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন। তাঁদের সঙ্গে আলোচনা করবেন। সমস্যা সমাধানেরও পথ খুঁজবেন। কিন্তু সেই দিনই নেতাজি ইন্ডোরে সমস্যার আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেছেন, 'জট খোলার সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। ছোট ছোট গ্রুপ করে সেই চেষ্টার করা হচ্ছে। সিপিআই(এম) বিজেপি জট খুলতে আসবে না। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখুন। বিশ্বস রাখুন। জট কোলার চেষ্টা করছেন।' বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'যাঁরা প্রকোটনা দিচ্ছেন, তাদের প্রত্যাখ্যান করুন। আপনার মুখে হাসি ফোটানোর কাজ করবেন মুখ্যমন্ত্রী।' কুণাল ঘোষ চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, 'যদি ভিরত থেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে আপনি আইডেন্টিফায়েড হয়ে যাবেন। করবেন না। প্রশাসনের নজর থাকছে।'

সুপ্রিম কোর্টের রায়ের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায় দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে সচেষ্ট হন। তাঁর কথায় দায় য়াঁরা মামলা করেছেন তাঁদের। তিনি সেই দিনই নেতাজি ইন্ডোরে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন। অন্যদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরই বিজেপি ও সিপিএম- বিরোধী দলগুলি রাজ্য সরকারকে নিশানা করেছে। তাঁদের কথায় বোর্ড আর এসএসসির দায়। যোগ্য আর অযোগ্যদের কেন বাছাই করা হল না - তাই নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। এদিন কুণাল বিরোধীদের নিশানা করে বলেন, 'বিরোধীদের মদতে প্ররোচনা দিয়ে কালকের সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। বিরোধীরা চান না মুখ্যমন্ত্রীদের কথা সবাই শুনুক।একাধিক সূত্রে খবর এসেছে, নানা প্রলোভন দেখিয়ে গ্রুপ গ্রুপ করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী কী বলতে চান, তা শুনতে দেবেন না।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?