Published : May 02, 2024, 02:01 PM ISTUpdated : May 02, 2024, 02:02 PM IST
কয়লাখনির শ্রমিকদের কাজ অত্যন্ত পরিশ্রমের। বিশেষ করে এই প্রচণ্ড গরমে তাঁদের সমস্যা বেড়ে যায়। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কয়লাখনির শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাল কোল ইন্ডিয়া।
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কয়লাখনির শ্রমিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন কোল ইন্ডিয়ার
বুধবার নিউটাউনে কোল ভবনের কর্পোরেট অফিসে পালিত হল কয়লাখনি শ্রমিক দিবস। কয়লাখনিতে যাঁরা কঠোর পরিশ্রম করেন, তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
26
ভারতে কয়েক শতাব্দী ধরে সরকারিভাবে খনি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে
ভারতে আনুষ্ঠানিকভাবে খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয় ১৭৭৪ সালে। ১৭৬০ থেকে ১৮৪০ সালের মধ্যের সময়কে শিল্প বিপ্লবের সময় হিসেবে চিহ্নিত করা হয়। এই সময় কয়লাখনির গুরুত্ব বেড়ে যায়।
36
সারা দেশের বিভিন্ন কয়লাখনিতে অক্লান্ত পরিশ্রম করেন শ্রমিকরা, তাঁদের সেই পরিশ্রমকেই শ্রদ্ধা জানানো হল
সারা দেশে বিদ্যুৎ উৎপাদন-সহ বিভিন্ন ক্ষেত্রে দরকার হয় কয়লা। শ্রমিকরা খনি থেকে কয়লা উত্তোলন না করলে সব কাজই স্তব্ধ হয়ে যাবে। এই কারণে শ্রমিকদের গুরুত্ব সর্বাধিক।
46
কয়লাখনিতে কাজ করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হল
কোল ইন্ডিয়ার কর্পোরেট অফিসে কর্মরত অবস্থায় প্রাণ হারানো শ্রমিকদের স্মৃতিফলকে শ্রদ্ধাজ্ঞাপন করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পি এম প্রসাদ। কোল ইন্ডিয়ার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও এই অনুষ্ঠানে ছিলেন।