দেশের উত্তর পশ্চিমে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ছে। আর সেই কারণেই শীতের দাপট বাড়ছে বঙ্গে। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার রাত থেকে ১৯ ডিসেম্বর রাত পর্যন্ত গোটা দেশেই প্রভাব বিস্তার করবে শৈত্য বলয়। যার কারণে সপ্তাহ শেষে কলকাতার পারদ ১৪ ডিগ্রিতে নামতে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। সেটির অবস্থান পাকিস্তান ও সংলগ্ন জম্মু ও কাশ্মীরে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ ও ত্রিপুরায়। যার কারণে আজ থেকেই বঙ্গে বাড়বে শীতের হাওয়ার দাপট।