বঙ্গে শীতের হাওয়ার দাপট,পশ্চিমী ঝঞ্ঝায় ৫-১৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-দার্জিলিং পারদ পতন সর্বত্র

Published : Dec 05, 2025, 10:33 AM IST

Winter Update: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তুরে হাওয়ার দাপট। আপাতত সাত দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

PREV
15
বঙ্গে শীতের হাওয়া

ঘূর্ণিঝড়ের দাপট কাটার পরই গোটা রাজ্যের সঙ্গে কলকাতার তাপমাত্রা নিম্নগামী। বঙ্গে শীতের হাওয়ার দাপট বাড়ছে। তবে বৃহস্পতিবার রাতের দিকের তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছিল। কিন্তু তাতে হতাশ হওয়ার কারণ নেই শীত বিলাসীদের। কারণ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস তাপমাত্রার পারদ পতন হবে বঙ্গে।

25
কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তুরে হাওয়ার দাপট। আপাতত সাত দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কাল থেকে রবিবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা থাকবে নিম্নগামী। তেমনই জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কিছুটা বাড়তে পারে পারদ।

35
পশ্চিমী ঝঞ্ঝার দাপট

দেশের উত্তর পশ্চিমে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ছে। আর সেই কারণেই শীতের দাপট বাড়ছে বঙ্গে। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার রাত থেকে ১৯ ডিসেম্বর রাত পর্যন্ত গোটা দেশেই প্রভাব বিস্তার করবে শৈত্য বলয়। যার কারণে সপ্তাহ শেষে কলকাতার পারদ ১৪ ডিগ্রিতে নামতে পারে। একটি পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। সেটির অবস্থান পাকিস্তান ও সংলগ্ন জম্মু ও কাশ্মীরে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ ও ত্রিপুরায়। যার কারণে আজ থেকেই বঙ্গে বাড়বে শীতের হাওয়ার দাপট।

45
শিশির ও কুয়াশা

আগামী সাত দিন কলকাতা ও বঙ্গে তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা আরও কমবে। সকালে শিশির ও মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার-শনিবার সকালে সামান্য কুয়াশা থাকবে। উপকূলে ভারি কুয়াশা থাকতে পারে।

55
দার্জিলিং-এর আবহাওয়া

উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিং-এর তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। মালদার তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি। আগামী ৪-৫ দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।

Read more Photos on
click me!

Recommended Stories