SIR 'ভুতুড়ে'ভোটার বাছতে নির্বাচন কমিশনের ৩ পদক্ষেপ, সতর্ক করল BLO-দের

Published : Dec 05, 2025, 09:38 AM IST

ভুতুড়ে ভোটার বাছতে একাধিক পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। কমিশন ইতিমধ্যেই বিএলওকে সতর্ক করছে। দিয়েছে নতুন সফটঅয়্য়ার। ইতিমধ্যেই তালিকা থেকে বাদ গেছে ৫০ লক্ষ ভোটারের নাম। 

PREV
15
নির্বাচন কমিশনের হুঁশিয়ারি

SIR রাজ্যে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। ভুতুড়ে ভোটার যারমধ্যে অন্য একটি ইস্যু। এই অবস্থায় এনুমারেশন ফর্মের তথ্য যাচাইয়ে বিএলও-রা যদি কোনও ভুল করেন তাহলে তাদের শান্তির মুখে পড়তে হতে পারে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

25
মুখবন্ধ খামে চিঠি

রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতর থেকে একটি মুখবন্ধ খামে বিএলওদের চিঠি দেওয়া হয়েছে। তাতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনও রকম 'ইচ্ছেকৃত ভুল' ধরা পড়লেই চরম আইনি পদক্ষেপ করা হবে। তবে কী পদক্ষেপ করা হবে তা অবশ্য স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।

35
ভুয়ো ভোটার চিহ্নিত

একই সঙ্গে নির্বাচন কমিশনও ভুয়ো ভোটার চিহ্নিত করতে সক্রিয় হয়েছে। কমিশন জানিয়েছে, ভুয়ো ভোটার ধরতে বৃহস্পতিবার থেকেই ইআরও(ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-দের কাজ করতে হবে। ERO সেইজন্য নতুন সফটঅয়্যারও দিয়েছে কমিসন। সেটির নাম ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ (DCA)।

45
সফটঅয়্যারের কাজ

নির্বাচন কমিশন সূত্রের খবর, কোনও ভোটার যদি এনুমারেশন ফর্ম একের বেশি জমা দেয়, তাহলে নতুন প্রযুক্তিতে তা ধরা পড়বে। ভুয়ো ভোটার ধরতে ডিইও, সিইও ও নির্বাচন কমিশন এই প্রযুক্তি ব্যবহার করবে।

55
বৈঠক

রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্ট (BLA)-দের সঙ্গে বৈঠক করবেন BLOরা। খসড়া ভোটার তালিকার বিষয়ে হবে সেই বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নির্দেশ, ওই বৈঠক বুথেই হবে। বুথের বাইরে অন্যত্র কোথাও করা যাবে না।

Read more Photos on
click me!

Recommended Stories