বঙ্গে ফের পারদ পতন, দুদিনে আরও নামবে তাপমাত্রা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published : Dec 05, 2025, 07:00 AM IST

উত্তর-পশ্চিমী ঠান্ডা বাতাসের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে, ফিরেছে শীতের আমেজ। আগামী সাতদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশেপাশে থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

PREV
15

ফের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকতে থাকা শুকনো ও ঠান্ডা বাতাসের সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে শুরু করেছে কয়েকদিন আগে থেকে। কিন্তু গতকাল থেকে পড়েছে জাঁকিয়ে শীত।

25

বঙ্গোপসাগরে পর পর ২ বার দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে সদ্য পড়তে শুরু করেছে শীতের আমেদ। সমুদ্র শান্ত হতেই সক্রিয় হয়ছে উত্তুরে হাওয়া।ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখা গিয়েছে শীতের আমেজ।

35

বঙ্গোপসাগরের ওপর থেকে জলীয় বাষ্পর চাদর সরে গেলেই যে উত্তরের হাওয়া বাংলার ওপর প্রভাব বিস্তার করবে। এতে সপ্তাহান্তে আরও কমবে তাপমাত্রা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

45

হাওয়া অফিস সূত্রে খবর, সামনের সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কোনও হেরফের হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছে ঘোরাঘিরি করবে। অন্যদিকে জেলার তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির আশেপাশে।

55

আগামী সাতদিনে মধ্যে বৃষ্টির কোমনও সম্ভাবনা নেই। তেমনই বঙ্গোপসাগরেও আগামী সাতদিন নতুন করে কোনও ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

Read more Photos on
click me!

Recommended Stories