শীতের লড়াইয়ে কালিম্পংকে 'হারালো' বীরভূম, প্রবল ঠান্ডায় জমছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

Published : Jan 06, 2026, 08:07 PM IST

এবার প্রবল শীতে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। কালিম্পং-এর থেকে বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গের এই জেলায়। ১০ বছরের রেকর্ড শীত। রোজই সর্বনিম্ন তাপমাত্রা পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। এরই মধ্যে আরও শীত পড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

PREV
15
প্রবল ঠান্ডায় কাঁপছে বঙ্গ

১০ বছরের রেকর্ড শীত। রোজই সর্বনিম্ন তাপমাত্রা পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। এরই মধ্যে আরও শীত পড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী দুই তিন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শৈত্য়প্রবাহের পূর্বাভাস দিয়েছে। কয়েকটি জেলায় শীতলতম দিন হবে বলেও জানিয়েছে।

25
উত্তরকে টেক্কা দক্ষিণের

উত্তরবঙ্গ মানেই ঠান্ডা আবহাওয়া। হিমালয়ের হিমেল হাওয়া। কিন্তু এবার উত্তরবঙ্গের সেই হিম শীতল আবহাওয়াকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। আলিপুর হাওয়া অফিসের চাট দেখলেই স্পষ্ট হয়ে যাবে উত্তরবঙ্গের পাহাড়ি এককেকটি এলাকার তাপমাত্রা থেকে নিম্নগামী দক্ষিণবঙ্গের একেকটা স্থানের তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিকে এবার কনকনে ঠান্ডা রয়েছে।

35
শীতল তিলোত্তমা

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি কম। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এক সপ্তাহেরও বেশি সময় ধরে জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী দিনে ঠান্ডার পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাস।

45
কালিম্পংকে টেক্কা বীরভূমের

শুধু কলকাতা নয়, শীতে কাঁপছে বীরভূম থেকে ঝাড়গ্রাম। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শীতলতম জেলা ছিল বীরভূম। বীরভূমের সিউড়ি ও শ্রীনিকেতন- দুটি স্থানের তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি। তবে বীরভূমের থেকে অনেকটাই বেশি তাপমাত্রা কালিম্পং-এর। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

55
তাপমাত্রায় কালিম্পং-এর থেকে এগিয়ে

সর্বনিম্ন তাপমাত্রায় কালিম্পং-এর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কল্যাণী (৭ ডিগ্রি), বর্ধমান (৭.২ ডিগ্রি) দক্ষিণবঙ্গের দুই এলাকা। অন্যদিকে দিঘার তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। যা কালিম্পং-এর তুলনায় সামান্য বেশি।

Read more Photos on
click me!

Recommended Stories