তৃণমূল জিতলেও মমতা নয়! নবান্নে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সমাজ মাধ্যমে উঠল বিতর্কের ঝড়

Published : Jan 06, 2026, 07:42 PM IST

সামনেই বিধানসভা ভোট। এমনিতেই SIR নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই নবন্নের দখল নিয়ে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। তার মধ্যেই বাংলার মুখ্যন্ত্রীর মুখ নিয়ে বেশ কয়েকটি দাবি উঠে আসছে সমাজ মাধ্যমে।

PREV
17

সামনেই বিধানসভা ভোট। এমনিতেই SIR নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই নবন্নের দখল নিয়ে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। তার মধ্যেই বাংলার মুখ্যন্ত্রীর মুখ নিয়ে বেশ কয়েকটি দাবি উঠে আসছে সমাজ মাধ্যমে।

27

এই বছর তৃণমূল জিতলে নাকি বদলে যেবে মুখ্যমন্ত্রীর মুখ। এবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করেছেন বেশ কিছু নেটিজেন। 

37

অন্যদিকে এখনও পর্যন্ত দল জিতলে মুখ্যমন্ত্রী হিসাবে কোনও নির্দিষ্ট মুখের নাম ঘোষণা করা হয়নি বিজেপির তরফ থেকে। তাই অনেকেই আবার ভুয়ো দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতেও যোগ দিতে পারেন।

47

তৃণমূল জিতলেও মুখ্যমন্ত্রী বদলে যাবে এমন কোনও ঘোষণাই করা হয়নি এই দলের তরফে। বরং এই বিধানসভা ভোটে বেশ ভাল মতোই প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

57

তাই সামাজিক মাধ্যম থেকে উড়ে আসা এই খবরের কোনও সত্যতা নেই বলেই দাবি বেশির ভাগ নেটিজেনদের। 

67

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হতে পারেন এমন কোনও ঘোষণাই নেই দলের অন্দরে বলে জানা গিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় উনি আসতে পারেন এই ঘোষণা সম্পূর্ণ ভুয়ো বলেই জানা গিয়েছে। 

77

২৬ এর লোকসভায় নবান্নের দখল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলবে রাজনৈতিক দলগুলির মধ্যে। এই ভোটে কোন ঝড় নবান্নের উপরে বয়ে যায় তা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

Read more Photos on
click me!

Recommended Stories