Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের দফা বৃদ্ধির দাবিতে হাইকোর্টে অধীর, ক্রমশই চাপ বাড়ছে রাজ্য নির্বাচন কমিশনের উপর

Published : Jun 30, 2023, 02:37 PM IST
Adhir Chowdhury

সংক্ষিপ্ত

শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকির পর এবার বাংলার পঞ্চায়েত ভোটে দফা বাড়ানো নিয়ে জোরালো দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো নিয়ে জোরালো দাবি তুলেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সুরে তাঁর এই দাবিকে সমর্থন জানিয়েছিলেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও। এবার আরও একবার পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানোর দাবি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন আরও এক বিরোধী দলীয় নেতা।

পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর দাবি তুলে এবার সোজাসুজি হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিজেপির পর এবার পঞ্চায়েতের দফা বাড়ানোর দাবিতে সরব হল বঙ্গের কংগ্রেসও। এক দফায় ভোট হলে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাসে সমস্যা থেকেই যাবে বলে মনে করেন অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচন সংক্রান্ত অশান্তি এড়ানোর কারণেই এমন দাবি তোলা হয়েছে বলে বক্তব্য বিরোধী হাত শিবিরের।

বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী তাঁর দলের এই পরিকল্পনার কথা সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে সোমবার আমি হাইকোর্টে যাচ্ছি। কারণ এক দফায় এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।” পাশাপাশি অধীর চৌধুরী এও অভিযোগ তোলেন যে, “নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন এখন দিদির কমিশন, তৃণমূলের কমিশন।”

আরও পড়ুন-

Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?

Khuti Puja: ঈদের দিন খুঁটিপুজো, নাদিম আলির কন্যা পূজিতা হলেন ‘কুমারী দুর্গা’ রূপে, বরানগর ফ্রেন্ডস এসোসিয়েশনের অনন্য উদ্যোগ
Madan Mitra: গুলি চালিয়েছে তৃণমূল, আক্রান্তও হয়েছে তৃণমূল: আড়িয়াদহ কাণ্ডে বিস্ফোরক মদন মিত্র

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট