ইডির অফিসে হাজিরা দিলেন সায়নী ঘোষ, তদন্ত নিয়ে মুখ খুললেন তৃণমূল যুবনেত্রী

ইডি অফিসে গিয়ে সায়নী ঘোষ বলেন তিনি প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। ইডির মাত্র ৪৮ ঘণ্টার নোটিশেই তিনি সশরীরে হাজিরা দিয়েছেন

 

বুধ ও বৃহস্পতিবার নীরব থাকার পর শুক্রবার বেলা ১১টা ২১ মিনিট নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস যুবনেত্রী সায়নী ঘোষ। সূত্রের খবর এদিন বেলা ১২ টা নাগাদ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করবে ইডির আধিকারিকতা। সিজিও কমপ্লেক্সের আগে থেকেই তৈরি রয়েছেন ইডির অধিকারিকরা।

এদিন ইডি অফিসে গিয়ে সায়নী ঘোষ বলেন তিনি প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। ইডির মাত্র ৪৮ ঘণ্টার নোটিশেই তিনি সশরীরে হাজিরা দিয়েছেন। পাশাপাশি সায়নী জানান তিনি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করবেন।

Latest Videos

মঙ্গলবার সায়নী ঘোষকে সমন পাান হয়। তাঁকে শুক্রবার বেলা ১১টা নাগাদ হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার থেকেই কার্যত উধাও হয়ে যান সায়নী। বুধ ও বৃহস্পতিবার তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। আর সেই কারণ প্রশ্ন উঠতে শুরু করেছিল সায়নী ঘোষ আদেও আসবে কিনা যাইহোক শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের কিছু পরেই তিনি হাজিরা দেন।

সায়নীকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি ইডি। সূত্রের খবর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার অধিকারিকের একটি দলও তৈরি করা হয়েছে। তারা বেশ কিছু প্রশ্নও তৈরি করে রেখেছেন। মূলত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগ আর সম্পর্ক নিয়েই প্রশ্ন করা হতে পারে সায়নীকে। ইডির হাতে কুন্তল আর সায়নী কথাবার্তা কিছু চ্যাট হাতে রয়েছে। তারই সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে সায়নীতে তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ডিটেল সহ একাধিক নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রের খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডের বেশি কিছু পরিমাণ টাকা গিয়েছিল সায়নীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। সূত্র ছিল কুন্তল। অন্যদিকে ইডি সূত্রের খবর সায়নীর একটি ফ্ল্যাট সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য আগে থেকেই চেয়েছিল ইডি। সেগুলি নিয়েই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল।ফ্ল্যাটের ইএমআই থেকে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সায়নীর কাছ থেকে।

ইডি সূত্রের খবর কুন্তলকে জিজ্ঞাসাবাদ করার সূত্র ধরেই তাঁরা সায়নী ঘোষের নাম জানতে পেরেছেন। কুন্তলের সঙ্গে যোগাযোগও প্রকাশ্যে এসেছে। কারণ কুন্তল আর সায়নীর ছবিও প্রকাশ্যে এসেছে। যদিও সায়নী জানিয়েছিলেন তিনি আর কুন্তল একই দলের সদস্য- তাই এক ফ্রেমে থাকা অবান্তর কিছু নয়। ইডি সূত্রের খবর সায়নীর আয়কর রিটার্স দেওয়ার ফাইল আর সম্পত্তির হিসেবের যাবতীয় নথিও নাকি নিয়ে আসতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ

PM Modi: মেট্রো সফরে প্রধানমন্ত্রী মোদী, গেলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে

সায়নী ঘোষ কি যাবেন ইডির অফিসে? আর কিছুক্ষণ পরেই হাজিরার কথা সিজিও কমপ্লেক্সে

Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি কী? এই বিল পাশ করতে মরিয়া কেন্দ্র পেশ করবে বাদল অধিবেশনে

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন