পুলিশকে শিরদাঁড়া সোজা রাখতে হবে, ডেপুটেশন দিতে এসে হুমকি কংগ্রেসের- পাল্টা কটাক্ষ তৃণমূলের

ডেপুটেশন দিতে এসে পুলিশকে হুমকি দিল কংগ্রেস। তবে পাল্টা কংগ্রেসকে একহাত নিল তৃণমূল। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে এই জেলায় উত্তেজনা ক্রমশই বাড়ছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে মালদহের চাঁচল থানার আইসি কে শিরদাঁড়া সোজা রাখতে হবে । চাঁচল থানার আইসি যদি শিরদাঁড়া সোজা না রাখে তাহলে কংগ্রেস কর্মীরা আপনাকে ছেড়ে কথা বলবে না। থানার সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি ছুড়লেন কংগ্রেস নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁচলে থানায় ডেপুটেশন দিতে এসে এমনটাই হুঁশিয়ারি দিলেন চাঁচল ১নং ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর পুলিশের শিরদাঁড়া সোজাই আছে, পাল্টা কটাক্ষ তৃণমূলের।

উল্লেখ্য, কংগ্রেস কর্মীদের অযথা পুলিশি হয়রানি করা চলবে না, মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন দ্রুত শুরু করতে হবে - পাশাপাশি আগামী বছর আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা - সহ নয় দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেন চাঁচল ১ নং ব্লক কংগ্রেস নেতৃত্ব।ডেপুটেশন কর্মসূচিকে সামনে রেখে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি চাঁচোলের খেলেন পুর থেকে শুরু হয় যা গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল থানার সামনে এসে শেষ হয়। তারপর চাঁচল ১ নং ব্লক কংগ্রেসে নেতৃত্বের পক্ষ থেকে ৯ দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর হাতে তুলে দেওয়া হয়। এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা মোস্তাক আলম, চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি আঞ্জারুল হক সহ চাঁচল ১ নং ব্লক কংগ্রেস নেতৃত্ব। ডেপুটেশন কর্মসূচির পর চাঁচোল থানায় দাঁড়িয়ে চাঁচোল থানার আইসিকে হুঁশিয়ারি ছুঁড়েন চাঁচল ১ নং ব্লক কংগ্রেস নেতৃত্ব। চাঁচোল ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক বলেন, বিগত দিনে মাদরাসার পরিচালন সমিতির নির্বাচনে যেভাবে শাসক দল তৃণমূল ভোট লুট করেছে আগামী পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হয় সেই দাবিতে আমরা সরব হয়েছি। পঞ্চায়েত নির্বাচনের আগে চাঁচল থানার আইসিকে শিরদাঁড়া সোজা রেখে কাজ করতে হবে উনি যদি শিরদাঁরা সোজা না রাখেন তাহলে কংগ্রেস কর্মীরা ওনাকে ছেড়ে কথা বলবেনা।

Latest Videos

যদিও কংগ্রেস নেতার এই বক্তব্য প্রসঙ্গে পাল্টা কংগ্রেস কে কটাক্ষ করেছে চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরেই পুলিশের শিরদাঁড়া সোজাই আছে। এটা কংগ্রেসের গিমিক ছাড়া আর কিছুই নয়, কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে তাই এসব হুমকি আর হুঁশিয়ারি ছুঁড়েছে বলেও অভিযোগ তৃণমূলের।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury