ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত বীরভূম, তুঙ্গে কাজল শেখ বনাম অনুব্রত তরজা

Published : Dec 17, 2025, 01:11 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Tmc Clash News:  বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। তার আগে গোষ্ঠীদ্বন্ধে ফের উত্তপ্ত বীরভূম জেলা। কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের তরজায় চরমে জেলার রাজনীতি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Tmc Clash News: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত-কাজল শেখ গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তাল দাসকলগ্রাম কড়েয়া ২ নম্বর অঞ্চলের কড়েয়া গ্রাম। দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব নেওয়াকে কেন্দ্র করে তীব্র গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই পক্ষের মোট ১০ জন আহত হয়েছেন।

গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত বীরভূম:- 

এক পক্ষের দাবি, তারা অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই কাজল শেখের অনুগামীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন। তবে কাজল অনুগামীদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ঘটনাটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও গোষ্ঠীদ্বন্দ্বের সম্পর্ক নেই। সম্পূর্ণ ঘটনাটি গ্রামের দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই ঘটেছে।

আহতদের প্রথমে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষের মোট চারজনকে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। যদিও খসড়া ভোটার তালিকা এবং এসআইআর নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বীরভূমের তৃণমূল নেতা অনুব ্রত মণ্ডল। এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় বীরভূমে যে কোনওরকম প্রভাব পড়বে না এদিন ফের তা স্পষ্ট করে বললেন তিনি। 

এসআইআর এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''এসআইআর-এ বীরভূমে কোনও প্রভাব পড়বে না''। এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় বীরভূম জেলায় নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানালেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। হাতে তালিকা নিয়ে তিনি জানান, বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

অনুব্রত মণ্ডলের দাবি, বীরভূমের প্রতিটি পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গেছে। যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। ফলে নতুন করে কোনও বড় পরিবর্তন বা প্রভাব পড়ার প্রশ্নই নেই। এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই তিনি এই দাবি করেন এবং জানান, এই সংশোধনের ফলে আসন্ন নির্বাচনে বীরভূম জেলায় কোনওরকম প্রভাব পড়বে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal SIR News: ১৫ বছর ধরে ‘ডাবল ভোট’ দিয়ে গেছেন এই TMC নেত্রী! SIR হতেই খোসে গেল মুখোশ
বিশ্বভারতীর শান্তিনিকেতন ক্যাম্পাসে খাবার বিতর্ক, প্রতিবাদে রাতভর বিক্ষোভ আবাসিক পড়ুয়াদের