এপার বাংলার সরকারি হাসপাতালে ওপার বাংলার লোগো! তাজ্জব-কাণ্ড নিয়ে বড় নির্দেশ সুপারের

Published : Feb 08, 2025, 06:44 PM IST
Biswa Bangla

সংক্ষিপ্ত

দুর্গাপুর মহকুমা হাসপাতাল বাংলার অন্যতম ব্যস্ততম একটি সরকারি হাসপাতাল। কয়েকশো মানুষের চিকিৎসা হয় সেখানে।

বাংলার সরকারি হাসপাতালে বিশ্ব বাংলা লোগো নিয়ে বিতর্ক! বিশ্ব বাংলার লোগো বদলে সরকারি হাসপাতালে জ্বল জ্বল করছে বাংলাদেশের লোগো। দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। তাতেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালে কী করে এজাতীয় ঘটনা ঘটেছে।

দুর্গাপুর মহকুমা হাসপাতাল বাংলার অন্যতম ব্যস্ততম একটি সরকারি হাসপাতাল। কয়েকশো মানুষের চিকিৎসা হয় সেখানে। সেখানেই এরটি সিসিইউ ইউনিটের ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদার কেয়ার ইউনিটিরে বিজ্ঞপ্তি। যেখানে মা তার শিশুর যত্ন নিচ্ছে- সেটা নিয়ে ছবি ও কিছু বার্তা রয়েছে। সেই বিজ্ঞপ্তির পাশেই রয়েছে বাংলাদেশের ম্যাপ আর বাংলাদেশ লেখা লোগো।

দুর্গাপুর হাসপাতালের সুপার চিকিৎসক ধীমান মণ্ডলের দাবি এটা বাইরের কেউ কারও কাজ। বিভাগীয় তদন্তেরও আশ্বাস দিয়েছেন তিনি। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও ঘটনা প্রকাশ্যে আসার পরই সেখানে থেকে বাংলাদেশের লোগো সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তার আগেই লোগো আর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বর্তমানে বাংলাদেশে সমানে ভারত বিদ্বেষী আন্দোলন চলছে। সেখানে বাংলাদেশের মানুষ টার্গেট করছে পশ্চিমবঙ্গকেও। সেখানে এবার বাংলার সরকারি হাসপাতালে বাংলাদেশের লোগো থাকা যথেষ্ট অস্বস্তিকর। পাশাপাশি লোগো কোথা থেকে এল তাই নিয়েও উঠছে প্রশ্ন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান
Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর