
মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল, তার সেটা বন্ধ করতে এসে ইটের ঘায়ে মাথা ফাটল এক পুলিশ আধিকারিকের। আহত আরও এক ভিলেজ পুলিশ। শনিবার এঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচঘরা তোড় গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সামনেই মাধ্যমিক পরীক্ষা । তার আগেই নিয়াল গ্রামে শনিবার সরস্বতী পুজোর শোভাযাত্রায় ডিজে বাজানো নিয়ে অশান্তির সূত্রপাত। মাধ্যমিক পরীক্ষার আগে জোরে জোরে বক্স বাজানো হচ্ছিল বলে কিছু গ্রামবাসী অভিযোগ করেন । সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। উচ্চস্বরে বাজানো সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রা থেকেই উপস্থিত লোকজনের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় ।একসময় পুলিশ সাউন্ড বক্স খুলে নিতে উদ্যোগী হলে গ্রামবাসীদের একাংশ বাধা দেয় বলে অভিযোগ। উত্তেজনা চরমে পৌঁছায় । পুলিশকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও ছুড়তে থাকে উত্তেজিত জনতা। ইটের ঘায়ে জখম হয়েছেন এএসআই । আহত হন আরও এক ভিলেজ পুলিশ । জানা যায়, ইটের ঘায়ে মাথা ফেটে যায় পুলিশ আধিকারিকের। আহত অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে । গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি ক্রাইমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । পুলিশের বিশাল বাহিনী গ্রামে ঢুকতেই বেশ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
এই হামলার ঘটনা নিয়ে আহত এএসআই রাজদেব হাজরা বলেন, তারস্বরে বক্স বাজানো হচ্ছিল । মাধ্যমিক পরীক্ষার কথা মনে করিয়ে দিয়ে একাধিকবার সতর্ক করা হলেও সেই অনুরোধ ওরা শোনেনি। বক্স বন্ধ করতেই আমাদের দিকে তেড়ে আসে কয়েকজন যুবক। কেউ পিছন থেকে মারতে থাকে কিল চড় । এরপর ইটের আঘাতে মাথা ফেটে যায় আমার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।