গত এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধ নি অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আত তারপর থেকেই গেরুয়া শিবিরের অন্দরের অলিখিত ভাবে যেন ব্রাত্য হয়ে রয়েছেন তিনি।
28
বিজেপির অনুষ্ঠানে নেই দিলীপ
গত কয়েক মাস ধরেই বিজেপির কোনও জনসভা বা অনুষ্ঠানে আর আগের মতোন করে দেখা যায় না প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। তাহলে কী দলে কমছে তাঁর জনপ্রিয়তা? যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা।
38
রাজনীতির ময়দানে অনুপস্থিত দিলীপ ঘোষ
এখন আর রাজনীতির ময়দানেও সেভাবে দিলীপ ঘোষকে দেখা যায় না। মাঝেমধ্যে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসলেও বর্তমানে তিনি রয়েছেন খড়গপুরের বাড়িতে। সেখানেই নিজের কাজকর্মে ব্যস্ত গেরুয়া শিবিরের এই নেতা।
প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। ধর্মতলার মঞ্চ থেকে দলকে রাজ্যবাসীকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছে ২১ জুলাইয়ের কথা। তাহলে কী ওই দিন পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে নাম লেখাচ্ছেন দিলীপ! বর্তমানে এই নিয়েই রাজনৈতিক মহলে চলছে জোর গুনঞ্জন।
58
তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ?
প্রতিবছরই ধর্মতলার সভা থেকে কোনও না কোনও চমক থাকে। কেউ তৃণমূলে যোগ দেন আবার নতুন কোনও কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। তারউপর চলতি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এবছরের ২১ জুলাইয়ের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
68
দিলীপের চমক মন্তব্যে জল্পনা
২১ জুলাইয়ের সভায় প্রতিবছরই চমক থাকে। এই বছরও চমক রয়েছে আগেই বলা হয়েছে। এবার কোনও রাজনৈতিক হেভিওয়েট যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে দিলীপ ঘোষের চমক মন্তব্যে ছড়িয়েছে জোর জল্পনা।
78
মন্তব্যে নারাজ দিলীপ ঘোষ
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য় করতে চাননি দিলীপ ঘোষ। তবে এখন যে তিনি খড়গপুরেই রয়েছেন ঘনিষ্ঠ সূত্রে সেই খবর জানা গিয়েছে। গেরুয়া শিবিরে দিলীপ ঘোষের যে কদর কমেছে সেই কথা স্পষ্ট।
88
তৃণমূলের সঙ্গে সখ্যতা বেড়েছে দিলীপ ঘোষের?
অন্যদিকে, দলের অন্দরেই গুনঞ্জন শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের সখ্যতা বেড়েছে। যদিও এই প্রশ্ন নিয়ে প্রাক্তন বিজেপি সাংসদের স্পষ্ট কথা, ''আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।'' তবে এখন দেখার ২১ জুলাই কী হয়।