পোস্টার বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি, হুগলীতে ঘাসফুলের অন্দরেই তীব্র চাঞ্চল্য

Published : Oct 10, 2025, 09:47 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Hooghly News: পোস্টার বিতর্কে তৃণমূলের অন্দরে তরজা। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Hooghly News: গোঘাটে পোস্টার বিতর্কে তৃণমূলের অন্দরে চাঞ্চল্য! নতুন ব্লক সভাপতিকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। গোঘাটে ফের রাজনৈতিক চাঞ্চল্য! তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতিকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা ও অভিযোগের ঝড়। আমডোবা সহ একাধিক এলাকায় লাগানো হয়েছে পোস্টার—যেখানে সভাপতি কাজল রায়ের বিরুদ্ধে ওঠেছে আর্থিক অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ!

ঠিক কী ঘটেছে? 

গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদ্য নিযুক্ত সভাপতি কাজল রায়কে ঘিরে এখন সরগরম রাজনৈতিক মহল। শাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমডোবা ও আশপাশের এলাকায় দেখা গেছে একাধিক পোস্টার, যেখানে সভাপতি কাজল রায়ের নাম উল্লেখ করে অভিযোগের পর অভিযোগ! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পোস্টারদাতারা নিজেদের তৃণমূল কর্মী হিসেবেই দাবি করেছেন। অভিযোগ, সভাপতির বিরুদ্ধে রয়েছে আর্থিক অনিয়ম, পক্ষপাতিত্ব এবং স্বজনপোষণের অভিযোগ।

ঘটনা প্রকাশ্যে আসতেই গোঘাট জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক আলোড়ন। তৃণমূলের অন্দরে ক্ষোভের পারদ চড়ছে বলে দাবি অনেকের। তবে সমস্ত অভিযোগ খারিজ করে কাজল রায়ের দাবি। “এই সব পরিকল্পিত অপপ্রচার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে বদনাম করার চেষ্টা চলছে।” তাঁর ইঙ্গিত, বিরোধী পক্ষের একাংশ এই ঘটনার পেছনে রয়েছে।

অন্যদিকে, ভোট এলেই ইডি আসে। দুর্নীতির কোনও প্রামাণ পায় না। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রীতিমত নিশানা করেন রাজ্যের দমকল মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। সল্টলেকের তাঁর দফতর আর রেস্তোরাঁয় ইডি শুক্রবার ভোররাত থেকেই পুরোসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তথ্যের সন্ধানে তল্লাশি চালিয়েছিল। তেমনই বলছে ইডির একটি সূত্র। বেলার দিয়ে সুজিত বসু সাংবাদিকদের মুখোমুখি হন। সেই সময়ই তিনি বলেন, ভোটের আগে বিরোধী নেতাদের রাজনৈতিকভাবে আক্রমণের চেষ্টা ছা়ড়া এটা আর কিছুই নয়।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই কলকাতার অন্তত ১০টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তালিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুর অফিসও। ইডি সূত্রের খবর নাগেরবাজার এলাকার এক কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চালান হচ্ছে। ঠনঠনিয়ার একটি বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ছাড়াও ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPAC-কাণ্ডে বড় ধাক্কা হাইকোর্টে তৃণমূলের! মমতাকে তীব্র আক্রমণ বিজেপির | BJP on IPAC Raid | TMC
Today Live News: 'SIR চলুক, প্রয়োজনে....'! পরিচয় যাচাই পদ্ধতি নিয়ে এ কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়? মুখ খুললেন অন্যান্য অভিনেতারাও