News Round Up: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সন্দেহভাজন ব্যক্তি থেকে ফুল ফর্মে রোহিত শর্মা, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Oct 10, 2025, 08:26 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. শুক্রবার ভরদুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি এয়ারগান ও কয়েকটি গুলি। কী উদ্দেশে সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সন্দেহভাজন যুবকের ঘোরাফেরা, এয়ারগান সহ গ্রেফতার অভিযুক্ত

২. শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে, আফগানিস্তানের খনির সুযোগ অনুসন্ধানের আমন্ত্রণকে ভারত স্বাগত জানিয়েছে এবং এই বিষয়ে আরও আলোচনার কথা বলেছে। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে জয়শঙ্কর উন্নয়নমূলক অংশীদারিত্ব থেকে শুরু করে ক্রিকেট পর্যন্ত ভারত-আফগান সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। কাবুলে ফের দূতাবাস খোলার বিষয় ইতিমধ্যেই বিদেশমন্ত্রী জয়শঙ্কর ঘোষণা করেছেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

মোদীর চালে চাপে পাকিস্তান! আফগান বিদেশমন্ত্রীকে পাশে বসিয়ে একগুচ্ছ ঘোষণা ভারতের

৩. প্রথম থেকেই দাবি করে আসছিলেন তিনি। বিশ্ব শান্তিকে নোবেলটা যেন তাঁকেই দেওয়া হয়। কিন্তু শনিবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আশায় জল ঢালল নোবেল কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্প নয়। বিশ্ব শান্তিতে নোবেল পাচ্ছেন ভেনিজুয়েলার প্রধান বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদোই। তিনি তার কাজের জন্য ভেনেজুয়েলাবাসীর কাছে 'আয়রন লেডি' হিসেবেও পরিচিত। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন.. 

ট্রাম্পের আশায় জল, বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রী

৪.  'আঙুর ফল টক'। এই প্রবাদটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একেবারে সঠিক। তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। এর জন্য বেশ কয়েকবার যুদ্ধ থামানোর দাবিওও করেছেন, কিন্তু শুক্রবার নোবেল কমিটি ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাডোকে এই সম্মান দেওয়ার ঘোষণা করে। এরপর হোয়াইট হাউস নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছে। বলেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

নোবেল শান্তি পুরস্কার: ট্রাম্প না পাওয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস, উগরে দিলেন রাগ

৫. অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার মুম্বইয়ের (Mumbai) শিবাজি পার্কে (Shivaji Park) অনুশীলন করতে যান তিনি। অনুশীলন দেখতে হাজির হন বহু মানুষ। অনেকে ঠাট্টা করে বলছেন, দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন যত দর্শক হয়েছিল, রোহিতের অনুশীলন দেখতে তার চেয়ে বেশি ভিড় হয়েছিল। এই তারকা এদিন প্রায় দু'ঘণ্টা অনুশীলন করেন। তিনি ব্যাটিং অনুশীলনের সময় একের পর এক কভার ড্রাইভ, স্যুইপ-সহ বিভিন্ন ধরনের শট খেলেন। তাঁর ব্যাটিং অনুশীলন দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। তাঁদের আশা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ওডিআই সিরিজেও রোহিতের ব্যাট থেকে একের পর এক বড় শট দেখা যাবে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন..

কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন, মুম্বইয়ের শিবাজি পার্কে অনুশীলনে রোহিত শর্মা

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পদ নিয়ে লড়াই, দলীয় অফিসেই হাতাহাতি! অভিষেকের সভার আগেই উত্তপ্ত চন্দ্রকোনা! | TMC News | Chandrakona
TMC : পদ নিয়ে লড়াই, দলীয় অফিসেই হাতাহাতি! অভিষেকের সভার আগেই উত্তপ্ত চন্দ্রকোনা!