মাত্র ৯৯৯ টাকা খরচ করলেই বিমান সফর করতে পারবেন সাধারণ যাত্রীরা। আপাতত ৯ আসনের বিমান চলাচল করবে।
চলতি বছরে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত বিমান চলাচল শুরু করা নিয়ে নতুন আশার কথা শোনালেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি জানিয়েছেন, আমরা ইতিবাচক পদক্ষেপে বিশ্বাসী। প্রথমেই রাজনৈতিক বিতর্ক তৈরি করে পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করতে চাই না। রাজ্য সরকারকে আবেদন করব আমরা একসঙ্গে থেকে উন্নয়ন করি। সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার সুযোগ করে দিই। প্রাথমিকভাবে সপ্তাহের প্রত্যেক দিন এই পরিষেবা দেওয়া হবে। কোচবিহারে যে রানওয়ে রয়েছে তাতে বড় বিমান নামানো সম্ভব নয়। তবে নাইন সিটার বিমান নামবে এখানে। রানওয়ের শেষ প্রান্তে একটি নদী রয়েছে। পরবর্তী সময়ে সেখানে সম্প্রসারণ হলে ফের বড় বিমান চালানোর কথা ভাবা যাবে।
কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত বিমানের ভাড়া রাখা হয়েছে ৯৯৯ টাকা। রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন রেখেছি। আমরা আশাবাদী যে, রাজ্য সরকার নিশ্চয়ই কেন্দ্রের পাশে থাকবে। আমরা চাই কেন্দ্র-রাজ্য মিলেমিশে মানুষের পাশে থাকতে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবহাওয়া ঠিক থাকলে, কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে বিমান চালুর কথা ভাবছি। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী মন্ত্রীর হাত দিয়ে এই পরিষেবা চালু হবে। সাধারণ মানুষের জন্য এই বিমান পরিষেবা যাতে ব্যয় সাপেক্ষ না হয় সেকারণেই এই প্রকল্প প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প।
সূত্রের খবর, সব দিক ঠিক থাকলে কেন্দ্রের ‘উড়ান' স্কিমে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবার আকাশপথে জুড়ে যাবে কোচবিহার এবং কলকাতা। মাত্র ৯৯৯ টাকা খরচ করলেই বিমান সফর করতে পারবেন সাধারণ যাত্রীরা। আপাতত ৯ আসনের বিমান চলাচল করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক শুক্রবার বিমান বন্দরের নানা দিক খতিয়ে দেখেন।
তবে কোচবিহার-কলকাতা বিমান চালু হওয়া নিয়ে মানুষের মনে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। উত্তরবঙ্গের সাধারণ মানুষরা জানাচ্ছেন, প্রতিবার ভোট এলেই কোচবিহার বিমানবন্দরের প্রসঙ্গ সামনে আসে। বিমান চালুর ব্যাপারে নানা প্রতিশ্রুতিও দেওয়া হয়। এমনকী বিমান চালুর ক্ষেত্রে কৃতিত্ব নেওয়ার জন্য় রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপড়েনও কম হয় না। এর আগে ২০১৯ সালেও একবার পরীক্ষামূলকভাবে বিমান চালানোর চেষ্টা করা হয়েছিল। এখন আবার এসেছে বাংলার পঞ্চায়েত নির্বাচন। তার আগে আবার কোচবিহারে বিমান চালুর উদ্যোগ। তাই, এই পদক্ষেপের গতিপ্রকৃতি সত্যিই কতটা ‘ইতিবাচক’ হয়, সেদিকেই তাকিয়ে আমজনতা।
আরও পড়ুন-
অখিলেশ যাদবের কনভয়ে মারাত্মক দুর্ঘটনা, ধাক্কা মারতে মারতে দুমড়ে গেল একের পর এক গাড়ি
বাবুল সুপ্রিয়র কনভয়ের সাথে অটোর সংঘর্ষ, শুক্রবার সন্ধ্যায় বীরভূমে বড়সড় দুর্ঘটনা
আবার ১৫ ডিগ্রিতে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, অধিকাংশ জেলাতেই পারদ স্বাভাবিকের নীচে