সংক্ষিপ্ত

দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সেই মাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম।

শনিবার সকালে কলকাতার তাপমাত্রা রয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি কম। শুক্রবার এই তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ দিন একই রকম থাকবে বঙ্গের তাপমাত্রা। বুধবার পারদ পৌঁছে গিয়েছিল প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি, বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ৩-৪ ডিগ্রি কমে গিয়ে তা ঘোরাফেরা করেছে ১৬ ডিগ্রির আশেপাশে। শুক্রবারের পর শনিবার সকালে বেশ ভালোরকম ঠাণ্ডা অনুভব করছেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা। শনিবারের পর পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারির প্রথম দিনের পর ফেব্রুয়ারির দ্বিতীয় দিনেই, অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় এক ধাক্কায় পারদ নেমে গেছে প্রায় ৩ ডিগ্রি। ২ দিন আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি কমে গিয়ে ৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা আজ রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আপাতত উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে, আগামিকাল, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি হতে দার্জিলিং জেলায়, তবে, সেই বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য। বৃষ্টি চলতে পারে টানা ২ দিন ধরে। ২-৩ দিন পর কালিম্পং জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে |

পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২-৩ দিন তাপমাত্রার পারদ প্রায় ২-৩ ডিগ্রি নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে আবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। এর পর আগামী সপ্তাহের ৯ ফেব্রুয়ারি থেকে আবার সামান্য পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন-
বিজেপি ছেড়ে তৃণমূলেই যোগ দেবেন একাধিক বিধায়ক? আনন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে বাড়ছে কৌতূহল
ভারতে কোনও হাইকোর্টেই মহিলা প্রধান-বিচারপতি নেই, সংসদে জানাল কেন্দ্রীয় আইন মন্ত্রক
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারা আডবাণীর বিয়ে, আনন্দের অনুষ্ঠানে শাহরুখ খানের এক ‘ঘনিষ্ঠ’-এর আগমন