Coromandel Express accident: এখনও শনাক্ত করা যায়নি বহু মৃত দেহ, ওড়িশার মর্গে কীভাবে সংরক্ষণ করা হবে লাশগুলিকে?

এই মৃতদেহগুলি কীভাবে সংরক্ষণ করা হবে সেটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই দেহগুলির DNA নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। মঙ্গলবার এই প্রসঙ্গে এইমসে বৈঠকেও বসেন বিশেষজ্ঞরা।

 

বালেশ্বরে রেল দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় পাঁচ দিন। তবুও এখনও কাটছে না আতঙ্ক। মর্গে এখনও পড়ে বহু অশনাক্ত দেহ। ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ তে। ওড়িশা সরকার জানিয়েছে এখনও ৮৩ থেকে ৮৫টি লাশ অশনাক্ত অবস্থায় পড়ে রয়েছে মর্গে। এই মৃতদেহগুলি কীভাবে সংরক্ষণ করা হবে সেটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই দেহগুলির DNA নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। মঙ্গলবার এই প্রসঙ্গে এইমসে বৈঠকেও বসেন বিশেষজ্ঞরা।

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় এখনও শনাক্ত না হওয়া দেহগুলিকে কীভাবে সংরক্ষণ করা হবে সেটাই এখন ওড়িশা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। এই মর্মে গত মঙ্গলবার একটি যৌথ সাংবাদিক বৈঠকও করেন AIIMS ভুবনেশ্বরের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আশুতোষ বিশ্বাস এবং খুরদা রোড ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রিঙ্কেশ রায়। তাঁরা জানিয়েছেন এখনও ৮৩ থেকে ৮৫টি দেহ বেওয়ারিস হিসেবে মর্গে পড়ে রয়েছে। AIIMS ভুবনেশ্বর হাসপাতালের মর্গেই রয়েছে ৫২টি দেহ। তাঁরা আরও জানয়েছেন ৯৬ ঘণ্টা না কাটলে অজ্ঞাতপরিচয় দেহগুলির ময়নাতদন্ত করা সম্ভব নয়। তাই আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত কন্টেনারের মধ্যেই দেহগুলিকে রাখার চিন্তাভাবনা করছে ওড়িশা সরকার। যদিও এখনও এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।

Latest Videos

প্রসঙ্গত, ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। সূত্রের খবর দুর্ঘটনায় মৃত্যু হল আরও তিনজনের। এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৮। অন্যদিকে ওড়িশার মর্গে বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা। ওড়িশা সরকার জানাচ্ছে এখনও পর্যন্ত ১০১টি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। ৫৫টি পরিবারের হাতে তুলে দেওয়া গিয়েছে মৃতদেহ। দুর্ঘটনায় আহত হয়েছিলেন মোট ১১০০ জন। এদের মধ্যে প্রায় ৯০০ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও চিকিৎসাধীন প্রায় ২০০ মানুষ। বালেশ্বর, কটক, ভুবনেশ্বরের নানান হাস্পাতালে ভর্তি রয়েছেন তাঁরা। রেলের পক্ষ থেকে মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রেল। কীভাবে রেলের কাছে ক্ষতিপূরণ চাওয়া যাবে অথবা এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানার জন্য হেল্প লাইন নম্বর চালু করল রেল। সোমবারই ক্ষতিপূরণ দাবি করার পদ্ধতি জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করল রেল।

আরও পড়ুন -

নিয়োগ দুর্নীতিতে রাজ্যের একের পর এক পুরসভায় সিবিআই হানা, ফিরহাদ হাকিমের দফতরে তল্লাশি

ওড়িশার দুর্ঘটনার ৫ দিন পর আবারও ছুটবে করমণ্ডল এক্সপ্রেস, নির্ধারিত সময় আর রুটেই চলবে ট্রেন

ওড়িশার হাসপাতালে মমতা বললেন রাজ্যের ১০১ জনের দেহ শনাক্ত, সিবিআই তদন্ত নিয়ে ছোট প্রতিক্রিয়া

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury