Coromandel Express: ওড়িশার দুর্ঘটনার ৫ দিন পর আবারও ছুটবে করমণ্ডল এক্সপ্রেস, নির্ধারিত সময় আর রুটেই চলবে ট্রেন

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক আদিত্য চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময় অর্থাৎ বুধবার বিকেল ৩টে ২০ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে করমণ্ডল এক্সপ্রেস।

 

বুধবার থেকে আবারও চলবে করমণ্ডল করমণ্ডল এক্সপ্রেস। বুধবার নির্ধিরিত সময়ই ছাড়বে শালিমার স্টেশন থেকে। তেমনই জানিছেন দক্ষিণ-পূর্ব রেলের এক অধিকর্তা। গত শুক্রবার দুর্ঘটনার পরে পাঁচ দিনের মাথায় আবারও নিজের গতিতে ছুটবে এই দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। তবে এতবড় দুর্ঘটনার পরে স্বভাবতই কিছুটা হলেও আতঙ্ক থাকবে যাত্রীদের মধ্যে।

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক আদিত্য চৌধুরী জানিয়েছেন, নির্ধারিত সময় অর্থাৎ বুধবার বিকেল ৩টে ২০ মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়বে করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় আবারও ট্রেন চালু করতে পারবে ভারতীয় রেল। আদিত্য চৌঝধুরী জানিয়েছেন, নির্ধারিত পথে অর্থাৎ আগের পথেই কলমণ্ডল এক্সপ্রেস চলবে। ট্রেনটি যাবে ওড়িশার বাহানগা স্টেশন দিয়েই। এই স্টেনেশের কাছেই দুর্ঘটনার কবলে পড়েছিল ট্রেনটি। গত শুক্রবার এই দুর্ঘটনার কারণে মৃত্যু মিছিল এখনও অব্যাহত। মঙ্গলবার রেল কর্তৃপক্ষ জানিয়েছেন এখনও পর্যন্ত কমপক্ষে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। আহতে বহু মনুষ। অধিকাংশেরই চিকিৎসা চলছে ওড়িশার হাসপাতালে।

Latest Videos

শুক্রবার সন্ধ্যেবেলা দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। শনিবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চলে। তারপর রাত থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে রেলকর্মীরা। ট্র্যাক থেকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া কামরা সরিয়ে ফেলা। ভেঙে যাওয়া রেললাইন নতুন করে বসানো, ওভারহেড তারের সংযোগ স্থাপন করার মত কাজগুলি শুরু হয়েছিল। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথম একটি মালগাড়ি চালান হয়। তারও প্রায় একঘণ্টা পরে আরও একটি মালগাড়ি চালান হয়। আপলাইনে ট্রেন চালানোর কাজ শুরু হয় এই রাতেই। ১২টা বেজে ৫ মিনিটে প্রথম মালগাড়ি চালান হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্ধার কাজ থেকে শুরু করে রেল লাইন মেরামতি- সব কাজই তদারকি করেন রেলমন্ত্রী।

সোমবার সকালে এই রুটে চালান হয় বন্দে ভারত এক্সপ্রেস। তারপর একাধিক যাত্রীবাহী ট্রেন চালান হয়। রেল সূত্রের খবর লাইন মেরামতির কাজ শেষ হয়েছে সোমবার। এই দিনই এই রুটে ৪০টিরও বেশি ট্রেন চলিয়েছে রেল। তবে দুর্ঘটনাস্থলের গতিবেগ কমিয়ে ট্রেন চালিয়েছে। গতিবেগ ছিল মাত্র ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মঙ্গলবার ও বুধবার এই রুটে বেশ কিছু বাতিল করেছে ভারতীয় রেল।

আরও পড়ুনঃ

Defence News: শত্রুর সাবমেরিন তছনছ করে দেবে, এমনই শক্তিশালী টর্পেডোর সফল পরীক্ষা- দেখুন ভিডিও

ওড়িশার কটকের হাসপালাতে রাজ্যের জখমদের দেখলেন মমতা, বললেন- ট্রেন দুর্ঘটনায় নিহত ১০১ জনের দেহ শনাক্ত হয়েছে

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৮, বালেশ্বরের ঘটনায় তৃণমূলের ষড়যন্ত্রের ছায়া দেখছেন শুভেন্দু অধিকারী

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury