Partha Chatterjee:'নিয়োগ দুর্নীতি মামলার মাথা' পার্থ চট্টোপাধ্যায়, CBI মামলায় এবারও জুটল না জামিন

Published : Apr 17, 2025, 05:50 PM ISTUpdated : Apr 17, 2025, 06:07 PM IST

Partha Chatterjee bail case: পার্থ চট্টোপাধ্যায়ের কপাল আবারও পুড়ল। একগুচ্ছ যুক্তি দিলেও প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে গেল। 

PREV
110
পার্থ চট্টোপাধ্যায়ের কপাল খারাপ

পার্থ চট্টোপাধ্যায়ের কপাল আবারও পুড়ল। একগুচ্ছ যুক্তি দিলেও প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে গেল।

210
সিবিআই মামলা

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলায় এবারও হতাশ হতে হল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এবারও জামিনের শিকে ছিঁড়ল না।

310
যুক্তি ছিল

পার্থ চট্টোপাধ্যায়কে জামিনে মুক্ত করতে তাঁর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, বয়সের ভার, শারীরিক অসুস্থতা, দীর্ঘ সম জিজ্ঞাসাবাদ না করে স্রেফ হাজতে পুরে রাখা। বাকিদের জামিনে মুক্তির কথাও বলা হয়েছিল যুক্তিতে।

410
ধোপে টিকল না

কিন্তু সিবিআই-এর প্রভাবশালী তত্ত্বের কাছে এসসব কিছুই ধোপে টিকল না। সিবিআই বলেছে 'নিয়োগ দুর্নীতি মামলায় মাথা পার্থ চট্টোপাধ্য়ায়।'

510
আদালতের পর্যবেক্ষণ

আদালতের পর্যবেক্ষণ, 'চার্জশিট এবং যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে, নিয়োগ মামলায় সরাসরি যোগ রয়েছে পার্থের। আত্মপক্ষ সমর্থনে যথাযথ কোনও যুক্তিও দেখাতে পারেননি তিনি। ' পার্থ চট্টোপাধ্য়ায়েকে নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা হিসেবেই চিহ্নিত করেছে আদালত।

610
বিচারকের যুক্তি

পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের আবেদন দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বিচারক। বিচারকের যুক্তি, এই মূহূর্তে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এখন পার্থকে জামিন দেওয়া হলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত হতে পারে।

710
আপাতত জেলেই পার্থ

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাননি। তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

810
১১ এপ্রিল শুনানি

এই মামলার শুনানি আগে ১১ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক না আশায় শেষ পর্যন্ত রায় ঘোষণা স্থগিত রাখা হয়। জামান হয় ১৭ এপ্রিল এই বিষয়ে রায় দেবে আদালত। সেই মত পার্থর জামিন মামলায় রায় এদিন দেন বিচারক।

910
শুনানি শেষ

এই মামলার শুনানি শেষ হয়েছিল ৩ এপ্রিল। যেদিন সুপ্রিম কোন নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল।

1010
পার্থর গ্রেফতারি

নিয়োগ দুর্নীতি মামালয় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে। তাঁর বাড়ি ও বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর টাকা। যার কোনও হিসেব এখনও পর্যন্ত দিতে পারেনি পার্থ ও তাঁর বান্ধবী।

Read more Photos on
click me!

Recommended Stories