তৃণমূল-সিপিএম ঝগড়ার ভিডিও ভাইরাল, দেখুন বরানগরের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য কী করলেন

Published : Jun 01, 2024, 02:11 PM IST
CPM candidate Tanmoy Bhattacharya and TMC councilor clash in Baranagar watch video bsm

সংক্ষিপ্ত

দেখুন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য কীভাবে ঝগড়া করেছেন তৃণমূল নেতার সঙ্গে, ভোট সপ্তমীতে ভাইরাল ভিডিও 

তর্কাকর্তি থেকে হাতাহাতি- সব মিলিয়ে উত্তপ্ত বরানগর উপনির্বাচন। শনিবার সপ্তম দফা লোকসভা নির্বাচনের সঙ্গেই ভোট গ্রহণ বরানগর উপবির্বাচনে। সেখানেই হাতাহাতি আর তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তাঁর ঝামেলা বাধে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে।

বরানগরের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য শনিবার সকালে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানেই তাঁকে বাধা দেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শান্তনু মজুমদার। তারপরই তাদের মধ্যে বচসা বাধে। তর্কাতর্কি থেকে তা হাতাহাতিতে পৌঁছে যায়। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিও।

তন্ময়ের অভিযোগ তিনি বনহুগলি এলাকার একটি বুথে পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু তাঁকে দেখেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও তাঁর অনুগামীরা ' চোর চিটিংবাজ' বলে চিৎকার করে। সিপিএম প্র্রার্থী বলেন, 'আমায় দেখে কাউন্সিলর বলেন আপনি এখানে কেন? আমি পাল্টা বলেছিলাম আমি তো প্রার্থী , কিন্তু আপনি এখানে কেন? ' তন্ময় ভট্টাচার্য বলেছেন, তাঁরে লক্ষ্যে করে চোর চিটিংবাজ বলা হয়েছে। তারপরই তিনি তার প্রতিবাদ করেন। রুখে দাঁড়ান তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে। তারপরই তাঁরা হাতাহাতি আর বচসায় জড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশ অবশ্য় তন্ময় ভট্টাচার্যের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা বলেছেন, তন্ময় ভট্টাচার্যকে দেখিয়েই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দলবল নিয়ে এগিয়ে আসে। তারপরই বচসায় জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি তন্ময় কাউন্সিলরকে ঠেলে দেয়। পাল্টা তন্ময়কেও কাউন্সিলর ধাক্কা দেয়। তারপরই দুই পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

তন্ময় ভট্টাচার্য আরও বলেন, তিনি বুথে এসে এক ভোটারের সঙ্গে কথা বলেন, সেই সময়ই তৃণমূল কর্মীরা তাঁর দিকে তেড়ে যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তন্ময় ভট্টাচার্য সকাল থেকেই বুথে বুথে ঘুরে প তৃণমূ কংগ্রেস কর্মী ও বুথ এজেন্টদের প্ররোচিত করার চেষ্টা করছেন। তাতেই এই সমস্যা তৈরি হয়।

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন