
Hakimpur Border Chaos: দেশজুড়ে এসআইআর লাগুর মেয়াদ শেষ হওয়ার ৭২ ঘন্টা পরও হাকিমপুর চেকপোষ্টে ৪৫ জন বাংলাদেশির ভিড়। দেশে ফেরার জন্য বিএসএফের কাছে আত্মসমর্পণ তাদের। সূত্রের খবর, তিনদিন হয়ে গিয়েছে এসআইআর লাগুর মেয়াদ শেষ। তারপরেও হাকিমপুর চেকপোষ্টে বাংলাদেশিদের ভিড়।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীরা ভারতের প্রবেশ করার পর হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে ফেরার চেষ্টা করছেন। ১১ ডিসেম্বর পাঁচ রাজ্যে এসআইআর জারি হওয়া লাগু শেষ হয়েছে। ছবিটা একটুও বদলায়নি রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারী শিশু মহিলা পুরুষ সহ ৪৫ জন হাকিমপুর চেকপোষ্টে বাংলাদেশ ফেরার অপেক্ষায়।
গত শুক্রবার অর্থাৎ ১১ ডিসেম্বর এসআইআর মেয়াদ শেষ হওয়ার পরে সীমান্তে বাংলাদেশিদের ভিড়। ৪৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় এসে ভিড় জমিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই আত্মসমর্পণকারী বাংলাদেশীদের আদৌ কি তারা দেশে ফিরতে পারবে না আইনের বেড়াজালে আটকে যাবে এই নিয়ে আইনি জটিলতার দ্বন্দ্বে পড়েছে সীমান্তরক্ষী বাহিনী কোন আইনি প্রক্রিয়ায় বিএস এফ তাদেরকে বাংলাদেশের ফেরাবে তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
অন্যদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে চালু হওয়া এসআইআর (SIR)-এর মূল লক্ষ্য হল পুরনো ও ভুল তথ্য সংশোধন করে ভোটার তালিকাকে নির্ভুল করা। এই প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম যাচাই করা হচ্ছে। সেই কারণেই ব্যাপক হারে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন, এসআইআর (SIR)-এর মাধ্যমে ১ কোটিরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তাঁর এই ভবিষ্যদ্বাণী সামনে আসার পরেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র তরজা।
তবে কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধে পর্যন্ত মোট ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৬৭ জন ভোটার বাদের তালিকায় ছিলেন। আধিকারিকদের দাবি, এনুমারেশন চলাকালীন এই সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ করে বাড়ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।