Cyclone Dana: ২৩-২৬ অক্টোবর ৯টি জেলায় সব স্কুল ছুটি, ঘূর্ণিঝড় মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বড় পদক্ষেপ
ঘূর্ণিঝড় দান মোবালিকায় প্রস্তুত রাজ্য। নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Saborni Mitra | Published : Oct 22, 2024 1:23 PM IST
ঘূর্ণিঝড় দানা
ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ। বৃহস্পতিবারই সেটি ঘূর্ণিঝড়ের চেহরা নিতে পারে। মৌসম ভবন জানিয়েছে এই ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে বাংলা ও ওড়িশায়।
মুখ্যমন্ত্রী মমতর ঘোষণা
প্রাকৃতিক দুর্যোগের কথা মাথয় রেখেই একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক স্কুল। সতর্ক রয়েছে প্রশাসন।
মমতার ঘোষণা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামিকাল অর্থাৎ ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের ৯টি জেলার সবকটি স্কুল বন্ধ থাকবে।
উপকূলে সতর্কতা
উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। সরিয়ে দেওয়া হয়েছে নিচু এলাকার বসবাসকারীদের।
বন্ধ থাকবে
রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফেরি চলাচল বন্ধ রাখা হবে দুর্যোগের সময়। দুর্যোগের আশঙ্কা কাটার পরই চালু হবে ফেরি চলাচল।
জতীয় বিপর্যয় বহিনী
দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্য ও জাতীয় স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন থাকবে। সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
ত্রাণ শিবির
দুর্যোগ মোকাবিলায় ত্রাণ শিবির প্রস্তুত করা হয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।
নজরে ৯টি জেলা
দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বেশি প্রভাব পড়ার আশঙ্কা। এ ছাড়াও, এই তিন জেলার পার্শ্ববর্তী জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রভাব পড়তে পারে। এই ন’টি জেলাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
বুধবার বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বুধবার থেকেই দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। চারটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার বৃষ্টি
বৃহস্পতিবার দুই মেদিনীপুর দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। এই দিনের জন্য জরি করা হয়েছে লাল সতর্কতা।